ও পাখি পাখিরে গান লিরিক্স [ O Pakhi Pakhi Re Lyrics ]
বেলাল খান & লিজা । Belal Khan & Liza
বেলাল খান একজন বাংলাদেশী সুরকার, গায়ক ও সংগীতায়োজক। তিনি ২০১৪ সালে নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রের ‘নিশিপক্ষী’ গানের জন্য সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি পাগল তোর জন্য রে গানটি দিয়ে পরিচিতি পান।
বেলাল ব্যাংকে চাকরির মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে চাকরি ছেড়ে সঙ্গীত শুরু করেন। শুরুতে ‘প্রাচীর’ নামের একটি ব্যান্ড দলও গঠন করেন। এসময় স্টেজ পারফরমেন্স করতেন।
২০০৯ সালে তিনি মনির খান ও বেবী নাজনীনের একক অ্যালবামের দুটি করে গান সুর করেন। শিল্পী কিরণের পাগল তোর জন্য রে গানটি ২০১১ সালে চলচ্চিত্রে ন্যান্সির সঙ্গে দ্বৈত সঙ্গীতে ব্যাপক পরিচিতি পান।
নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রে ‘নিশিপক্ষী’ গানের জন্য সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। গানটি মাসুদ পথিকের লেখা এবং মমতাজ বেগমের সুর করা।
২০১২ সালে বেলাল খানের প্রথম একক আলাপন প্রকাশিত হয়। তিনি চলচ্চিত্রের প্রায় ২৫টি গানে সুর করেছেন। তার সুরে কণ্ঠ দিয়েছেন বেবী নাজনীন, মমতাজ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, আলম আরা মিনু, মনির খান, কনা, ন্যান্সি, রূপরেখা ব্যানার্জি, ইমরান, লিজা, পড়শীসহ অনেকে। তার সুরে প্রকাশিত হয়েছে জাগো বাংলাদেশ শিরোনামের একটি গান।
এছাড়া তিনি অনন্ত জলিলের সিনেমা দিন: দ্য ডে-তে মোহাম্মদ রেজা হেদায়েতির সাথে ফারসি ভাষায় ‘চে কোনাম’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন।
ও পাখি পাখিরে গান লিরিক্স [ O Pakhi Pakhi Re Lyrics ] । বেলাল খান & লিজা । Belal Khan & Liza
ও পাখি পাখিরে গান লিরিক্স
মনের ঘরে,বসত করে
ছোট্ট একটা পাখি
সেই পাখিরে,যতন করে
মনে বেঁধে রাখি।
উড়াল পাখি করে আমায়
বড় জ্বালাতন
সে জ্বালাতেই ধিকি ধিকি
জ্বলি সারাক্ষন।
সুযোগ পেলে চতুর পাখি
উড়াল দিতে চাই
মনটা আমার খা খা করে
ভীষণ যাতনাই।
ও পাখি পাখিরে
তোরে শুধু ডাকি রে
রোদে রাঙা ভোর নিশি ঘন ঘোর
তোরি ছবি আঁকি রে।
ও পাখি পাখিরে
তোরে শুধু ডাকি রে
রোদে রাঙা ভোর নিশি ঘন ঘোর
তোরি ছবি আঁকি রে।
পাখির সাথে কল্পনাতে সাজায়
ভাবের ঘর
ঘর চেনেনা পাষাণ পাখি
ভীষণ স্বার্থপর
এই কাছে রয় এই দূরে রয়
বদল করে রুপ
সকল কথা বলে তাকে
আমায় বলে চুপ।
উড়াল পাখি করে আমায়
বড় জ্বালাতন
সে জ্বালাতেই ধিকি ধিকি
জ্বলি সারাক্ষন
সুযোগ পেলে চতুর পাখি
উড়াল দিতে চাই
মনটা আমার খা খা করে
ভীষণ যাতনাই।
ও পাখি পাখিরে
তোরে শুধু ডাকি রে
রোদে রাঙা ভোর নিশি ঘন ঘোর
তোরি ছবি আঁকি রে
ও পাখি পাখিরে
তোরে শুধু ডাকি রে
রোদে রাঙা ভোর নিশি ঘন ঘোর
তোরি ছবি আঁকি রে।
যতই সাধি দুধ কলা
পাখি খোঁজে বন
দমে দমে তারই জপি
হয়নাতো আপন
এত মায়া আদর ছায়া
এত সুখের পন
বুঝেও পাখি অবুঝ থাকে
জানিনা কারন।
উড়াল পাখি করে আমায়
বড় জ্বালাতন
সে জ্বালাতেই ধিকি ধিকি
জ্বলি সারাক্ষন।
সুযোগ পেলে চতুর পাখি
উড়াল দিতে চাই
মনটা আমার খা খা করে
ভীষণ যাতনাই।
ও পাখি পাখিরে
তোরে শুধু ডাকি রে
রোদে রাঙা ভোর নিশি ঘন ঘোর
তোরি ছবি আঁকি রে,
ও পাখি পাখিরে
তোরে শুধু ডাকি রে
রোদে রাঙা ভোর নিশি ঘন ঘোর
তোরি ছবি আঁকি রে।
O Pakhi Pakhi Re Lyrics
Moner Ghore Boshot Kore
Chotto Ekta Pakhi
Seyi Pakhire Joton Kore
Mone Bedhe Rakhi.
Ural Pakhi Kore Amay
Boro Jalaton
Se Jalatei Dhiki Dhiki
Joli Sarakhon
Sujog Pele Cotur Pakhi
Ural Dite Chay
Monta Amar Kha Kha Kore
Bhison Jatony.
O Pakhi Pakhire
Tore Sudhu Dakire
Rode Ranga Vhor Nishi Ghono Ghor
Tori Chobi Akire.
O Pakhi Pakhire
Tore Sudhu Dakire
Rode Ranga Vhor Nishi Ghono Ghor
Tori Chobi Akire.
Pakhir Satha Kolponata Sajay
Vabar Ghor
Ghor Cenena Pasan Pakhi
Vison Sarthopor
Ai Kaca Roy Ai Dura Roy
Bodol Kora Rup
Sokol Kotha Bola Take
Amay Bola Cup.
Ural Pakhi Kore Amay
Boro Jalaton
Se Jalatei Dhiki Dhiki
Joli Sarakhon
Sujog Pele Cotur Pakhi
Ural Dite Chay
Monta Amar Kha Kha Kore
Bhison Jatony.
O Pakhi Pakhire
Tore Sudhu Dakire
Rode Ranga Vhor Nishi Ghono Ghor
Tori Chobi Akire.
O Pakhi Pakhire
Tore Sudhu Dakire
Rode Ranga Vhor Nishi Ghono Ghor
Tori Chobi Akire.
Jotoi Sadhi Dut Kola
Pakhi Khoja Bon
Doma Doma Tari Jopi
Hoynato Apon
Ato Maya Ador Caya
Ato Sukhar Pon
Bujao Pakhi Obuj Thaka
Jani Na Karon
Ural Pakhi Kore Amay
Boro Jalaton
Se Jalatei Dhiki Dhiki
Joli Sarakhon
Sujog Pele Cotur Pakhi
Ural Dite Chay
Monta Amar Kha Kha Kore
Bhison Jatony.
O Pakhi Pakhire
Tore Sudhu Dakire
Rode Ranga Vhor Nishi Ghono Ghor
Tori Chobi Akire.
O Pakhi Pakhire
Tore Sudhu Dakire
Rode Ranga Vhor Nishi Ghono Ghor
Tori Chobi Akire.
ও পাখি পাখিরে গান লিরিক্স [ O Pakhi Pakhi Re Lyrics ] । বেলাল খান & লিজা । Belal Khan & Liza
আরও দেখুনঃ
- ফিরে চলো ফসিলস লিরিক্স [ Phire Cholo Fosslis Lyrics ] | Rupam Islam |Fosslis 3 | 2009
- মেঘের পালক লিরিক্স [ Megher Palok Lyrics ] । শ্রেয়া ঘোষাল । Shreya Ghoshal । Natobar Not Out
- পৃথিবী আমার আসল লিরিক্স [ prithibi amar asol lyrics ] । মতিউর রহমান মল্লিক
- আমি দেখিনি তোমায় লিরিক্স [ Ami Dkhini Tomay lyrics ] । গজল । Gojol । কলরব
- কিছু কিছু কথা লিরিক্স [ Kichu Kichu Kotha Lyrics ] । অরিজিৎ সিং & কৌশিকী চক্রবর্তী । Arijit Singh And Kaushiki Chakraborty