“ও প্রাণ নাথ তুমি বিনে” গানটি গেয়েছেন সংগীতশিল্পী ফকির শাহাবুদ্দীন এবং লিখেছেন বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম । উস্তাদ শাহ আবদুল করিম হচ্ছেন একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক।
![ও প্রান নাথ তুমি বিনে [ O Pranonath Tumi Bine ] 1 download 2022 03 09T173313.667 ও প্রান নাথ তুমি বিনে [ O Pranonath Tumi Bine ]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_168/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/download-2022-03-09T173313.667.jpg)
ও প্রান নাথ তুমি বিনে [ O Pranonath Tumi Bine ]
গীতিকারঃ শাহ্ আব্দুল করিম
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ ফকির শাহাবুদ্দীন
ও প্রান নাথ তুমি বিনে [ O Pranonath Tumi Bine ]
তুমি বিনে
আমার সোনার অঙ্গ পুড়ে অঙ্গার
হল দিনে-দিনে রে প্রাননাথ
![ও প্রান নাথ তুমি বিনে [ O Pranonath Tumi Bine ] 2 ও প্রান নাথ তুমি বিনে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_215,h_215/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/images-37.jpg)
তুমি বিনে
আসা যাওয়া সার হইয়াছে
নিয়তির বিধানে
জন্ম-জ্বরা যম-যাতনা
বাড়ে দিনে দিনে রে
ও প্রান নাথ তুমি বিনে
আমি কি করিবো রে প্রাননাথ তুমি বিনে
আশেক যারা জানেন তারা
মন দিয়া মন কিনে
প্রেম সাগরে বাইলে বড়শী
ধরে রসের মীনে রে
প্রাননাথ তুমি বিনে
আমি কি করিবো রে প্রাননাথ তুমি বিনে
চির অপরাধী আমি
বাঁধা আছি ঋণে
তোমার কাছে ক্ষমা চাহে
করিম দীনহীনে রে
প্রাণ নাথ তুমি বিনে
আমি কি করিবো রে প্রাননাথ তুমি বিনে
আমি কি করিবো রে প্রাননাথ
তুমি বিনে
আমার সোনার অঙ্গ পুড়ে অঙ্গার
হল দিনে-দিনে রে
প্রাননাথ তুমি বিনে