Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

ও মইশাল রে [ O Moishal Re ]

ও মইশাল রে
গরুর গাড়ী

“ও মইশাল রে” গানটি একটি ভাওয়াইয়াগান । ভাওয়াইয়া মূলত বাংলাদেশের রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে ও আসামের গোয়ালপাড়ায় প্রচলিত এক প্রকার পল্লীগীতি।

ও মইশাল রে [ O Moishal Re ]

গানের জনরাঃ ভাওয়াইয়া গান

ও মইশাল রে [ O Moishal Re ]

ধিকো ধিকো

ধিকো মইশাল রে

আরে ও মইশাল রে ধিকো তোমার হিয়া

কোন প্রানে যাইছেন মইশাল

আমারে ছাড়িয়া মইশাল রে

ধিকো ধিকো ধিকো মইশাল রে

আরে ও মইশাল ধিকো তোমার হিয়া

কোন প্রানে যাইছেন মইশাল

আমারে ছাড়িয়া মইশাল রে

 

ওরে কোন প্রানে যাইছেন মইশাল

আমারে ছাড়িয়া আআআ মইশাল রে…..

 

ও মইশাল রে……

হাটুন যাইবেন বাজার যাইবেনরে

আরে ও মইশাল কিনিয়া আনবেন কি

চেংরা বাবুর তালবাটুয়া মোর দাতের মিশী মইশাল রে

ওরে চেংরা বাবুর তালবাটুয়া মোর দাতের মিশী মইশাল রে

 

ও মইশাল রে……

তোমার যাইবে রংপুর মইশাল রে

আরে ও মইশাল কিনিয়া আনবেন কি

লাল দাতুন মোর দাতের মিশী মইশাল রে

ওরে চেংরা বাবুর তালবাটুয়া মোর দাতের মিশী মইশাল রে

 

মইশাল রে…

মইষ ধরিয়া যাইবেন মইশাল রে..

আরে ও মইষা হইলা দেশের মাটি

কই মইরিয়া গেলে মইশাল

আইবা দিব মাটি মইশাল রে।।

আরে কই মইরিয়া গেলে মইশাল

আইবা দিব মাটি মইশাল রে।।

 

মইশাল রে…..

তোমার যাইবে রংপুর মইশাল রে

আরে ও মইশাল মোরে যরেছে হিয়া

আর কতকাল রাখিম যৌবন

অঞ্চলে বাঁধিয়া মইশাল রে

ওরে আর কতকাল রাখিম যৌবন

অঞ্চলে বাঁধিয়া মইশাল রে

ধিকো ধিকো

ধিকো মইশাল রে

আরে ও মইশাল ধিকো তোমার হিয়া

কোন প্রানে যাইছেন মইশাল

আমারে ছাড়িয়া মইশাল রে

 

ওরে কোন প্রানে যাইছেন মইশাল

আমারে ছাড়িয়া মইশাল রে

ওরে কোন প্রানে যাইছেন মইশাল

 

আমারে ছাড়িয়া মইশাল রে ।।

ভাওয়াইয়া গানঃ

বাউল

ও মইশাল রে একটি ভাওয়াইয়া গান ভাওয়াইয়ামূলত বাংলাদেশের রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে ও আসামের গোয়ালপাড়ায় প্রচলিত এক প্রকার পল্লীগীতি। এসকল গানের বৈশিষ্ট্য হচ্ছে এ গানগুলোতে স্থানীয় সংস্কৃতি, জনপদের জীবনযাত্রা, তাদের কর্মক্ষেত্র, পারিবারিক ঘটনাবলী ইত্যাদির সার্থক প্রয়োগ ঘটেছে। ভাওয়াইয়া গান বাংলা লোকগানের সুরাঙ্গের প্রধান চারটি ধারার একটি। এই ধারটির বিকাশ ঘটেছে বরেন্দ্র-অঞ্চল-সহ উত্তরবঙ্গের বিশাল অঞ্চল জুড়ে। এই অঞ্চলের ভিতরে রয়েছে অখণ্ড বঙ্গদেশের কোচবিহার, জলপাইগুড়াই, দার্জিলিং-এর সমভূমি, উত্তর দিনাজপুর, রংপুর, আসামের গোয়ালপাড়া ও ধুবড়ি জেলা।

ভাওয়াইয়া গানের আকরভূমি রংপুর। বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী-নালা কম থাকায় গরুর গাড়িতে চলাচলের প্রচলন ছিল। আর গরুর গাড়ির গাড়োয়ান রাত্রে গাড়ি চলাবস্থায় বিরহ ভাবাবেগে কাতর হয়ে আপন মনে গান ধরে। উঁচু-নিচু রাস্তায় গাড়ির চাকা পড়লে তার গানের সুরে আধো-ভাঙ্গা বা ভাঁজ পড়ে। এই রকম সুরে ভাঙ্গা বা ভাঁজ পড়া গীতরীতিই ‘ভাওয়াইয়া’ গানে লক্ষণীয়।

আব্বাসউদ্দিনকে ‘ভাওয়াইয়া গানের সম্রাট‘ বলা হয় এবং প্রতিমা পান্ডে বড়ুয়াকে বলা হয় ‘ভাওয়াইয়া সম্রাজ্ঞী’।

আরও দেখুনঃ

Exit mobile version