কত মানুষ ভবের লিরিক্স [ Koto Manush Vober Lyrics ] । কনক চাঁপা । Kanak Chapa

কনকচাঁপা (জন্ম: ১১ সেপ্টেম্বর, ১৯৬৯) বাংলাদেশের একজন প্রথিতযশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার গান এখনো কোটি শ্রোতার মুখে মুখে। তিনি রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

কথা,সুর ও সংগীত: আহমেদ ইমতিয়াজ বুলবুল

লাভ ষ্টোরী

 

কত মানুষ ভবের লিরিক্স [ Koto Manush Vober Lyrics ] । কনক চাঁপা । Kanak Chapa

[কত মানুষ ভবের বাজারে]-২
লক্ষ কোটি হাজার হাজারে
ওরে লক্ষ কোটি হাজার হাজারে
তুমি একটা শুধু মানুষ আমার
বুকের মাঝারে বুকের মাঝারে।
আদালতে খুনির বিচার
আদালতে খুনির বিচার মৃত্যুদণ্ড ফাঁসি
এইনা ফাঁসি হয় যদি হোক তোমায় ভালোবাসি,
যেমন আগুন জ্বলছে সদা অগ্নিগিরির মুখে
তেমন আগুন জ্বলবে বুকে তোমার দেয়া দুঃখে।
কত মানুষ ভবের বাজারে
লক্ষ কোটি হাজার হাজারে
ও তুমি একটা শুধু মানুষ আমার
বুকের মাঝারে বুকের মাঝারে।
কতনা জল বুকে নিয়ে
কতনা জল বুকে নিয়ে বইছে সাগর নদী
অথই জলে ভাসবে নয়ন তোমায় হারাই যদি
কালবৈশাখির ছোবল ওরে চিরসর্বনাশা
আরো সর্বনাশা যেন তোমার ভালবাসা
[কত মানুষ ভবের বাজারে]-২
লক্ষ কোটি হাজার হাজারে
ওরে লক্ষ কোটি হাজার হাজারে
ও তুমি একটা শুধু মানুষ আমার
তুমি একটা শুধু মানুষ আমার
বুকের মাঝারে বুকের মাঝারে।

 

Leave a Comment