কত যে তোমাকে বেসেছি ভালো [ Koto Je Tomake ]

“কত যে তোমাকে বেসেছি ভালো” গানটি গেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুবীর নন্দী । সুবীর নন্দী ছিলেন একজন বাংলাদেশিসংগীতশিল্পী। তিনি মূলত চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে খ্যাতি অর্জন করেন। চলচ্চিত্রের সংগীতে তাঁর অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন।

কত যে তোমাকে বেসেছি ভালো [ Koto Je Tomake ]

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ সুবীর নন্দী 

কত যে তোমাকে বেসেছি ভালো [ Koto Je Tomake ]

কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে।
এই হৃদয় চিরে যদি দেখানো যেতো,
আমি যে তোমার তুমি মানতে,
সে কথা তুমি যদি জানতে।
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে।

ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মিটে না,
যত দেখি তৃষ্ণা মিটে না।

ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলে ঝরে পড়ে জোছনা,

হাসলে ঝরে পড়ে জোছনা।
আমি এই রূপ দেখে দেখে, মরতে পারি
তেমনি পারি ওগো বাঁচতে,
সে কথা তুমি যদি জানতে।
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে।

ওই কালো কেশ তুমি ছড়ালে যখন,
মেঘেরাও পেলো যেন লজ্জা,
মেঘেরাও পেলো যেনো লজ্জা।

আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো
মধুময় হলো ফুলশয্যা,
মধুময় হলো ফুলশয্যা।
ওগো এই রাত কভু যদি শেষ না হতো
জীবন বেলার শেষ প্রান্তে,
সে কথা তুমি যদি জানতে।
কত যে তোমাকে বেসেছি ভালো,
সে কথা তুমি যদি জানতে।
এই হৃদয় চিরে যদি দেখানো যেতো,
আমি যে তোমার তুমি মানতে,
সে কথা তুমি যদি জানতে।
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে।

 

 

Leave a Comment