কথাতে ভুল হলে লিরিক্স [ Kothate Vul Hole Lyrics ]
আবু উবায়দা
কথাতে ভুল হলে লিরিক্স [ Kothate Vul Hole Lyrics ] । আবু উবায়দা
কথাতে ভুল হলে লিরিক্স
কথাতে ভুল হলে
নিরবে যেও ভুলে
খোপার চুল খুলে
এসো সেদিন।
নিরবে যেও ভুলে
খোপার চুল খুলে
এসো সেদিন।
![কথাতে ভুল হলে লিরিক্স [ Kothate Vul Hole Lyrics ] । আবু উবায়দা 2 কথাতে ভুল হলে লিরিক্স [ Kothate Vul Hole Lyrics ] । আবু উবায়দা](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/download-2022-07-06T052727.145-300x157.jpg)
আবারো ভালবেসো
পরাণ খুলে হেসো
শরমে ঘরে এসো
যে কোন দিন।
পরাণ খুলে হেসো
শরমে ঘরে এসো
যে কোন দিন।
![কথাতে ভুল হলে লিরিক্স [ Kothate Vul Hole Lyrics ] । আবু উবায়দা 3 মুর্শিদ ধন হে লিরিক্স [ Murshid Dhono He lyrics ] । শাহ্ আব্দুল করিম । Shah ABDUL KARIM](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_168/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/download-2022-07-23T042944.290.jpg)
স্মরণে আসে যদি
ভালবাসারও নদী
তোমাতে নিরবধী
হব বিলীন।
রোদেলা দুপুরে
খেয়ালি নুপুরে
হেয়ালি টুপুরে
পাশে রবো।
ভালবাসারও নদী
তোমাতে নিরবধী
হব বিলীন।
রোদেলা দুপুরে
খেয়ালি নুপুরে
হেয়ালি টুপুরে
পাশে রবো।
![কথাতে ভুল হলে লিরিক্স [ Kothate Vul Hole Lyrics ] । আবু উবায়দা 4 কথাতে ভুল হলে লিরিক্স [ Kothate Vul Hole Lyrics ] । আবু উবায়দা](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_278,h_300/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/download-2022-07-06T052658.914-e1657176237623-278x300.jpg)
ঝরা পাতার গানে
কড়া ধোঁয়ার ঘ্রাণে
ভরা জোয়ার গাঙ্গে
ভেসে যাবো।
পরশে রেখো পাশে
ভরষে থেকো মিশে
হরশে জীবন আমার
করো রঙিন
কড়া ধোঁয়ার ঘ্রাণে
ভরা জোয়ার গাঙ্গে
ভেসে যাবো।
পরশে রেখো পাশে
ভরষে থেকো মিশে
হরশে জীবন আমার
করো রঙিন
আরও দেখুনঃ