কথাতে ভুল হলে লিরিক্স [ Kothate Vul Hole Lyrics ] । আবু উবায়দা

কথাতে ভুল হলে লিরিক্স [ Kothate Vul Hole Lyrics ]

আবু উবায়দা

কথাতে ভুল হলে লিরিক্স [ Kothate Vul Hole Lyrics ] । আবু উবায়দা

 

কথাতে ভুল হলে লিরিক্স [ Kothate Vul Hole Lyrics ] । আবু উবায়দা

কথাতে ভুল হলে লিরিক্স

কথাতে ভুল হলে
নিরবে যেও ভুলে
খোপার চুল খুলে
এসো সেদিন।
কথাতে ভুল হলে লিরিক্স [ Kothate Vul Hole Lyrics ] । আবু উবায়দা
আবারো ভালবেসো
পরাণ খুলে হেসো
শরমে ঘরে এসো
যে কোন দিন।
মুর্শিদ ধন হে লিরিক্স [ Murshid Dhono He lyrics ] । শাহ্‌ আব্দুল করিম । Shah ABDUL KARIM
স্মরণে আসে যদি
ভালবাসারও নদী
তোমাতে নিরবধী
হব বিলীন।
রোদেলা দুপুরে
খেয়ালি নুপুরে
হেয়ালি টুপুরে
পাশে রবো।
কথাতে ভুল হলে লিরিক্স [ Kothate Vul Hole Lyrics ] । আবু উবায়দা
ঝরা পাতার গানে
কড়া ধোঁয়ার ঘ্রাণে
ভরা জোয়ার গাঙ্গে
ভেসে যাবো।
পরশে রেখো পাশে
ভরষে থেকো মিশে
হরশে জীবন আমার
করো রঙিন

আরও দেখুনঃ

Leave a Comment