![কলমে নাই কালি [ Kolome Nai Kali ] 1 কলমে নাই কালি](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_182,h_277/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/download-65.jpg)
“কলমে নাই কালি” গানটি মুজিব পরদেশীর গাওয়া খুবই জনপ্রিয় একটি গান। মুজিব পরদেশী বাংলাদেশি একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। তিনি লোকগীতি ধারার শিল্পী হিসেবেই বিশেষ পরিচিত।
কলমে নাই কালি [ Kolome Nai Kali ]
প্রথম কলমের কন্ঠশিল্পীঃ মুজিব পরদেশী
কলমে নাই কালি [ Kolome Nai Kali ]
বিঁধি কলমে নাই কালি
আমার ওই পোঁড়া কপালে
এইকি লেইখা ছিলিরে
কলমে কি নাই কালিরে ।।
আমার ওই পোড়া কপালে
এইকি লেইখা ছিলিরে
![কলমে নাই কালি [ Kolome Nai Kali ] 2 কলমে নাই কালি](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_232,h_218/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/download-21.jpg)
কলমে কি নাই কালিরে ।।
বিধি …কলমে কি নাই কালিরে ।।
ভক্তের অধিন আছোরে তুমি
সর্বমতে জানি …..
ভক্তের অধিন আছোরে তুমি
সর্বমতে জানি …..
তবে কেন আমার ,কর্মে এত জ্বালা দিলিরে
কলমে কি নাই কালিরে …
বিধি ,কলমে কি নাই কালিরে ।।
যেদিকেতে আমি রে যাই
কেউরে না পাই ….
যেদিকে তে আমিরে যাই
চিনেনা কেউ আমায় ….
সঙ্গের সাথী ছিলো যারা
সবাই গেছে ,ভুলিরে
কলমে কি নাই কালিরে ..
বিধি …কলমে কি নাই কালিরে ।।
মুজিব পরদেশীঃ
![কলমে নাই কালি [ Kolome Nai Kali ] 3 কলমে নাই কালি](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_225,h_300/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/maxresdefault-5-1-e1644499700460-225x300.jpg)
কলমে নাই কালি এর গায়ক মুজিব পরদেশী পিতার নাম ইউসুফ আলী মোল্লা। তিনি পাকিস্তানের করাচিতে ব্যবসা করতেন। মুজিব পরদেশী করাচীতে জন্মগ্রহণ করেন। ৬ বোন,৩ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ১৯৬৫ সালে ১১ বছর বয়সে ঢাকায় চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
![কলমে নাই কালি [ Kolome Nai Kali ] 4 YaifwwriN4BzRFCyqbslL4 কলমে নাই কালি [ Kolome Nai Kali ]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_160,h_120/https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
করাচীতে ওস্তাদ আশিক আলীর কাছে তবলা শেখা শুরু করেন। শৈশবেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ গোলাম হায়দার আলী খান, ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ আমানুল্লাহ’র নিকট। তবলা শিখেছেন ওস্তাদ মনির হোসেন খান ও ওস্তাদ সাজ্জাদ হোসেন খানের কাছে। তিনি দীর্ঘদিন গান করছেন লোকগীতির কিংবদন্তী আবদুল আলীমের সাথে। তিনি গণমানুষের জন্য গান করেছেন। তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ছিলেন ।
আরও দেখুনঃ