কষ্ট নেবে কষ্ট লিরিক্স [ Kosto Nebe Kosto lyrics ]
ফেরিওয়ালা । Feriwala
হেলাল হাফিজ । Helal Hafiz
হেলাল হাফিজ (জন্ম: ৭ অক্টোবর, ১৯৪৮) বাংলাদেশের একজন আধুনিক কবি যিনি স্বল্পপ্রজ হলেও বিংশ শতাব্দীর শেষাংশে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন।
তার কবিতা সংকলন যে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত হওয়ার পর ৩৩টিরও বেশি সংস্করণ প্রকাশিত হয়েছে।
২৬ বছর পর ২০১২ সালে আসে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা একাত্তর। তার অন্যতম জনপ্রিয় কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’;- এ কবিতার দুটি পঙ্ক্তি ‘‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’’ বাংলাদেশের কবিতামোদী ও সাধারণ পাঠকের মুখে মুখে উচ্চারিত হয়ে থাকে।
তিনি সাংবাদিক ও সাহিত্য সম্পাদক হিসাবে বিভিন্ন পত্র-পত্রিকায় কাজ করেছেন। ২০১৩ খ্রিস্টাব্দে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।
কষ্ট নেবে কষ্ট লিরিক্স [ Kosto Nebe Kosto lyrics ] । হেলাল হাফিজ । Helal Hafiz
কষ্ট নেবে কষ্ট লিরিক্স
কষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট!
লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট
পাথর-চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট,
আলোর মাঝে কালোর কষ্ট
‘মাল্টিকালার’ কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট।
ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং
পাতার কষ্ট
দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট,
একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট
আছে
কষ্ট নেবে কষ্ট।
প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর
কষ্ট
অনাদর ও অবহেলার তুমুল কষ্ট,
ভুল রমণী ভালোবাসার
ভুল নেতাদের জনসভার
হাইড্রোজনে দুইটি জোকার নষ্ট হবার
কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট।
দিনের কষ্ট রাতের কষ্ট
পথের এবং পায়ের কষ্ট
অসাধারণ করুণ চারু কষ্ট ফেরিওয়ালার
কষ্ট
কষ্ট নেবে কষ্ট।
আর কে দেবে আমি ছাড়া
আসল শোভন কষ্ট,
কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন
আমার মত কজনের আর
সব হয়েছে নষ্ট,
আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট।
কষ্ট নেবে কষ্ট লিরিক্স [ Kosto Nebe Kosto lyrics ] । হেলাল হাফিজ । Helal Hafiz
আরও দেখুনঃ
অভিনয় লিরিক্স [ Ovinoy Lyrics ] । নোবেল ম্যান । Noble Man
শ্রাবণের ধারা লিরিক্স [ Sraboner Dhara Lyrics ] । অরুন্ধতি হোম চৌধুরী । Arundhati Holme Chowdhury
একটুখানি নাটকের গানের লিরিক্স [ Ektu khani natoker gaaner lyrics ] | Minar Rahman
দেখা হয়ে যায় লিরিক্স [ Dekha Hoye jay lyrics ] | Abar Bochhor Koori Pore | Ranajoy Bhattacharjee