কাটাকুটি খেলা লিরিক্স [ Katakuti Khela Lyrics ] । Zulfiqar । অনুপম রায় । Anupam Roy

কাটাকুটি খেলা লিরিক্স [ Katakuti Khela Lyrics ]

Zulfiqar

অনুপম রায় । Anupam Roy

কাটাকুটি খেলা লিরিক্স [ Katakuti Khela Lyrics ] । Zulfiqar । অনুপম রায় । Anupam Roy

অনুপম রায় (ইংরেজি: Anupam Roy) কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতের বাংলা ভাষার সমসাময়িক গায়ক, গীতিকার এবং সুরকার। ২০১০ সালে সৃজিত মুখার্জির অটোগ্রাফ চলচ্চিত্রে “আমাকে আমার মতো থাকতে দাও” ও “বেঁচে থাকার গান” এর মাধ্যমে কলকাতার গানের জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই সৃজনশীল শিল্পীকে।

২০১৫ সালে “পিকু” সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি এবং ছবিটির আবহ সংগীতের জন্য “ফিল্ম ফেয়ার এওয়ার্ড” পান। তিনি তুমি যাকে ভালোবাসো গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

তিনি গানের সবকাজ নিজেই করেন। তার অধিকাংশ গানের ক্ষেত্রেই তিনি নিজেই গান লেখেন, সুর করেন এবং গান গান। অটোগ্রাফ চলচিত্রে তার গান “আমাকে আমার মতো থাকতে দাও” কে বাংলা ভাষার সেরা গানগুলোর একটি হিসেবে ধরা হয়।

এরপরে চলো পাল্টাই সিনেমায় তার বাড়িয়ে দাও সহ বেশ কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পায়। তবে তার জনপ্রিয়তার বৃহঃস্পতি শুরু হয় বাইশে শ্রাবণ চলচিত্রের মাধ্যমে। এই চলচ্চিত্রের প্রত্যেকটি গান সুপারহিট হয়।

কাটাকুটি খেলা লিরিক্স [ Katakuti Khela Lyrics ] । Zulfiqar । অনুপম রায় । Anupam Roy

কাটাকুটি খেলা লিরিক্স

বেশ তো ছিলি অন্য দেশে মাখলি কেন জল

ডুবছি ভাসছি এই দরিয়ায় চলছি অনর্গল (x2)

অভিমানে অভিযোগে ফিরিয়ে দেবার ছল

হাসির দমক লাগছে গায়ে আমার চোখেও জল

আমি তোর কুরবেতের আশায়,

ঘরময় রঙ মাখিয়ে যাই

কাটাকুটি খেলা লিরিক্স [ Katakuti Khela Lyrics ] । Zulfiqar । অনুপম রায় । Anupam Roy

তোর ঘড়ি জুড়ে আমার সময় থাক

হে.. কিসমাতে বানানো তোর লেখায়

আবারও ভুল করে কাটাকুটি খেলায়

তোর কিছু বানানো নাম ধরে

আমিও ভুল করে ডেকেছি শেষ বেলায়

একপাদুপা ট্রামের মতও চোখের কাছে আয়

উড়িয়ে দেবার আগেই আমি আবার হোঁচট খাই

ভোর রাতে তোর জানলা ভেঙ্গে শব্দ চলাচল

ক্লান্ত নোঙর মুখ ফেরালে আমার কথা বল

আমি তর খুব সহজ বুকে,

কাটাকুটি খেলা লিরিক্স [ Katakuti Khela Lyrics ] । Zulfiqar । অনুপম রায় । Anupam Roy

আমার এই হাত পুড়িয়েছি

তোর ঘড়ি জুড়ে আমার সময় থাক

কিসমাতে বানানো তোর লেখায়

আবারও ভুল করে কাটাকুটি খেলায়

তোর কিছু বানানো নাম ধরে

আমিও ভুল করে ডেকেছি শেষ বেলায় (x2)

Katakuti Khela Lyrics

Besh-to chili onno deshe Makhli keno jol ?
Dubchi bhaschi ei doriyay Cholchi onorgol
Abhimaane obhijoge firiye debar chol
Haasir domok lagche gaaye amar chokhe-o jol
কাটাকুটি খেলা লিরিক্স [ Katakuti Khela Lyrics ] । Zulfiqar । অনুপম রায় । Anupam Roy
Ami tor kurbat-er ashay
Ghor-moy rong makhiye jai
Tor ghori jure amar shomoy thak
Hey Kismat-e banano tor Lekhay
Abar bhul kore Katakuti Khelay
Tor kichu banano naam dhore
Ami-o bhul kore dekechi sesh belay
Ek-paa Du-paa tram er moto Chokher kache aay
Uriye debar agei ami Abar hochot khai
Bhor raate tor janla bhenge Shobdo chola-chol
Klanto nongor mukh ferale Amar kotha bol

আরও দেখুনঃ

Leave a Comment