কানামাছি লিরিক্স [ Kanamachi lyrics ] । চিরকুট । chirkut । পিন্টু ঘোষ । Pinto Ghosh

কানামাছি লিরিক্স [ Kanamachi lyrics ]

চিরকুট । chirkut

পিন্টু ঘোষ । Pinto Ghosh

 

কানামাছি লিরিক্স [ Kanamachi lyrics ] । চিরকুট । chirkut । পিন্টু ঘোষ । Pinto Ghosh

 

কানামাছি লিরিক্স [ Kanamachi lyrics ] । চিরকুট । chirkut । পিন্টু ঘোষ । Pinto Ghosh

কানামাছি লিরিক্স

সত্য কি তেতো

সেকি জিবনের মত

বেচেও মোরা নাকি বিভেদের ক্ষত

মিথ্যা কি ভুল

নাকি নীল নোনা জ্বল

দেখতে কেমন সে বলো কতটা অতল

কানামাছি মিথ্যা

কানামাছি লিরিক্স [ Kanamachi lyrics ] । চিরকুট । chirkut । পিন্টু ঘোষ । Pinto Ghosh

 

কানামাছি তুমি, আমি যে যার মত

কানামাছি মিথ্যা, কানামাছি সত্য

কানামাছি তুমি, আমি যে যার মত

তোমার প্রেমেতে আমি বুদ হয়ে রই

তোমার প্রেমেতে আমি বুদ হয়ে রই

তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ঐ

তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ঐ

কানামাছি মিথ্যা

কানামাছি সত্য

কানামাছি তুমি, আমি যে যার মত

কানামাছি মিথ্যা, কানামাছি সত্য

কানামাছি তুমি, আমি যে যার মত

সুখ যদি এতে তুমি পাও বা অগাধ

আমি কেনো শাধি তাতে মিছেমিছি বাধ

সুখ যদি এতে তুমি পাও বা অগাধ

আমি কেনো শাধি তাতে মিছেমিছি বাধ

যার যার মত করে ভাল থাকা যদি

সত্যের মত করে আকি দুই নদী

কানামাছি মিথ্যা

কানামাছি সত্য

কানামাছি তুমি, আমি যে যার মত

কানামাছি মিথ্যা, কানামাছি সত্য

কানামাছি তুমি, আমি যে যার মত

কানামাছি লিরিক্স [ Kanamachi lyrics ] । চিরকুট । chirkut । পিন্টু ঘোষ । Pinto Ghosh

Kanamachi lyrics

kanamachi mitta

kanamachi sotto

kanamachi tumi,ami ze zar moto

kanamachi mitta

kanamachi sotto

kanamachi tumi,ami ze zar moto

tumar premete ami bud hoye roi

tumar premete ami bud hoye roi

tumi mukh firiye dako kake oi

tumi mukh firiye dako kake oi

kanamachi mitta

kanamachi sotto

kanamachi tumi,ami ze zar moto

kanamachi mitta

kanamachi sotto

কানামাছি লিরিক্স [ Kanamachi lyrics ] । চিরকুট । chirkut । পিন্টু ঘোষ । Pinto Ghosh

kanamachi tumi,ami ze zar moto

suk zodi tumi pao ba ogad

ami keno sadi tate michemichi badh

zar zar moto kore valo thaka zodi

sotter moto kore aki dui nodi

kanamachi mitta

kanamachi sotto

kanamachi tumi,ami ze zar moto

kanamachi mitta

kanamachi sotto

kanamachi tumi,ami ze zar moto

কানামাছি লিরিক্স [ Kanamachi lyrics ] । চিরকুট । chirkut । পিন্টু ঘোষ । Pinto Ghosh

চিরকুট ব্যান্ড সম্পর্কে  কিছু কথাঃ ২০০২ সালে চিরকুট ব্যান্ডের জন্ম। এরপর গানে সুরে বেড়ে ওঠা। জন্মের আট বছর পর অর্থাৎ ২০১০ সালে চিরকুট তাদের প্রথম অ্যালবামটি প্রকাশ করে।

এই দীর্ঘ সময় চিরকুট নিজেকে গুছিয়ে গড়া অ্যালবামটির নাম ‘চিরকুটনামা’। অ্যালবামটির গানগুলো হচ্ছে—’খাজনা’, ‘কাটাকুটি’, ‘বন্ধু’, ‘আমি জানি না’, ‘ছোট্ট নদী’, ‘দয়াল’, ‘ফুল ফোটা গান’, ‘ঘরে ফেরা’।

এগুলোর মধ্যে ‘খাজনা’ গানটি শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। শুধু তাই নয়, গানটির মিউজিক ভিডিও ইউটিউব সাফল্য পেয়ছে।

চিরকুটের কাছ থেকে জানা যায়, তাদের ইউটিউব সাফল্য দেখে মিউজিক চ্যানেল এমটিভিও এই গানটি প্রচারের প্রস্তাব দিয়েছিল।

চিরকুটের প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’। ব্যান্ডের নাম ‘চিরকুট’ ব্যান্ডের ভোকাল সুমির দেয়া। নভেম্বর, ২০১৬ তে সালে ক্যারিয়ার গড়তে পিন্টু ঘোষ চিরকুট ব্যান্ড ত্যাগ করেন।

বেশ কয়েকটি চলচ্চিত্রে সংগীত পরিচালনার কাজ করেছে এই ব্যান্ডটি। চলচ্চিত্রগুলোর মাঝে উল্লেখযোগ্য হলো ‘জালালের গল্প’, এই চলচ্চিত্রটি ২০১৫ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কারের ৮৮তম আসরে জন্য বিদেশি ভাষার ছবির বিভাগে বাংলাদেশ থেকে এই চলচ্চিত্রটিকে নির্বাচন করা হয়।

২০১৩ সালের ২৫ জানুয়ারিতে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় মুক্তিপ্রাপ্ত টেলিভিশন (চলচ্চিত্র) সিনেমার জন্য চিরকুটের “কানামাছি” গানটি বাংলাদেশে জনপ্রিয় হয়।

২০১৬ সালের সেপ্টেম্বর ৩০ তারিখে মুক্তি পাওয়া আয়নাবাজি  চলচ্চিত্রটির জন্য চিরকুটের কথা ও সুরে “দুনিয়া” গানটি অন্যতম জনপ্রিয় গান।

২০১৭ সালের ৪ আগস্ট মুক্তি পায় অনিমেষ আইচের পরিচালনায় ভয়ংকর সুন্দর আর এই চলচিত্রে চিরকুটের “এই শহরে কাকটাও জেনে গেছে” গানটি অন্যতম জনপ্রিয়তা পেয়েছে ।

আরও দেখুনঃ

তোমায় আমায় লিরিক্স [ Tomay Amay Lyrics ] । অরিজিৎ সিং এবং উজ্জয়িনী মুখার্জী । Arijit Singh And Ujjaini Mukherjee

Leave a Comment