Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

কানার হাট বাজার লিরিক্স [ Kanar Hat Bazar Lyrics ] । বাউল শফি মণ্ডল । Baul Shafi Mondol

কানার হাট বাজার লিরিক্স [ Kanar Hat Bazar Lyrics ]

বাউল শফি মণ্ডল । Baul Shafi Mondol

বাউল গানের জনপ্রিয় শিল্পী শফি মণ্ডল (বাউল সম্রাট শফি মণ্ডল নামে পরিচিত – ১৩ ডিসেম্বর ১৯৫২ – বর্তমান) একজন বাংলাদেশী বাউল গায়ক।

গানে হাতেখড়ি হয়েছিল ছোটবেলায় মামাতো ভাই সাবদার হোসেনের কাছে তারপর ১৯৭৯ উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন ভারতের শ্রী সাধন মুখারজি কাছে। গুরুর পরামর্শে বেঁছে নেন সুফি গানের পথ।

তিনি ১৯৫২ সালের ১৩ ডিসেম্বর কুষ্টিয়া জেলার প্রত্যন্ত অঞ্চল দৌলতপুর থানার ফিলিপনগর গ্রামে, মৌলভী মোহাম্মদ আহাদ আলী ও গৌরভী মন্ডলের ঘর আলো করে জন্মগ্রহণ করেন ।

 

 

কানার হাট বাজার লিরিক্স [ Kanar Hat Bazar Lyrics ] । বাউল শফি মণ্ডল । Baul Shafi Mondol

বেদ বিধির পর শাস্ত্র কানা,
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।

 

 

এক কানা কয় আর এক কানা রে
চলো এবার ভব পারে,
নিজে কানা পথ চেনে না,
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারং বার ..
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।

 

 

পন্ডিত কানা অহংকারে
মাতবর কানা চুগলখোরে,
পন্ডিত কানা অহংকারে
সাধু কানা অন্-বিচারে,
আন্দাজে এক খুঁটি গাড়ে,
আন্দাজে এক খুঁটি গাড়ে
জানেনা সীমানা কার ..
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।

 

 

কানায় কানায় হোলা মেলায়
বোবাতে খায় রসগোল্লা গো,
হায় হায় বোবাতে খায় রসগোল্লা গো,
আবার তেমনি লালন মদনা কানা
তেমনি লালন মদনা কানা,
ঘুমের ঘোরে দেয় বাহার ..
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।

বেদ বিধির পর শাস্ত্র কানা,
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।

 

 

কানার হাট বাজার লিরিক্স [ Kanar Hat Bazar Lyrics ] । বাউল শফি মণ্ডল । Baul Shafi Mondol

আরও দেখুনঃ

আমি পালঙ্ক সাজাইলাম গো লিরিক্স [ Ami palongko sajailam go lyrics ] । তসিবা । Tosiba

Exit mobile version