কান্নায় লাভ নেই লিরিক্স [ Kannay lav nei lyrics ] | পিয়ানো | James
জেমস ১৯৯০ এর দশকে ফিলিংসের মুখ্যব্যক্তি হিসাবে মূলধারার খ্যাতিতে উঠে এসেছিলেন, যা “বিগ থ্রি অফ রক” এর মধ্যে অন্যতম, যারা এলআরবি এবং অর্কের পাশাপাশি বাংলাদেশে হার্ড রক সংগীত বিকাশ ও জনপ্রিয় করার জন্য প্রশংসিত। ফিলিংসকে বাংলাদেশের সাইকেডেলিক রক এর প্রবর্তক হিসাবে বিবেচনা করা হয়।[৭] তাকে প্রায়শই “গুরু” নামে অভিহিত করা হয়।
জেমস ব্যান্ডের পাশাপাশি “অনন্যা” (১৯৮৯), “পালাবে কোথায়?” (১৯৯৫), “দুঃখিনি দুঃখ করোনা” (১৯৯৭), “ঠিক আছে বন্ধু” (১৯৯৯) এর মতো হিট অ্যালবাম দিয়ে সাফল্যের সঙ্গে তার সোলো ক্যারিয়ারও (একক কর্মজীবন) এগিয়ে নিয়ে যান। তিনি বলিউডের চারটি চলচ্চিত্রে প্লেব্যাকও করেন, এগুলো গ্যাংস্টার (২০০৬), ওহ লামহে (২০০৬), লাইফ ইন এ… মেট্রো (২০০৭), ওয়ার্নিং (২০১৩)।
Song : Ek Nodi Jomuna – এক নদী যমুনা
Vocal : James
Album : Piyano – পিয়ানো
কান্নায় লাভ নেই লিরিক্স [ Kannay lav nei lyrics ] | পিয়ানো | James
কান্নায় লাভ নেই লিরিক্স বাংলা :
আমি আর আমার দু’চোখ কখনো জলে ভেজাবো না
এ ব্যথা আমারই থাক, চাই না কারও সান্ত্বনা
পৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না
পৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা
টেনে নিয়ে বুকের কাছে,
ছুঁড়ে দেয় ধূলোর মাঝে
ভালবাসার নিয়ম মানি না
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা
ডুবেছিল মায়াজালে হৃদয়
সেই ক্ষত এখনো কথা কয়
ভালবাসার নিয়ম মানি না
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা
Kannay lav nei lyrics in english :
Ami Ar Amar Du Chok, Kokhono Jole Bejha Bo Na
A Betha Amari Thak, Chai Na Karo Shanto Na
Prithibi Valobashe Na, Valobash Tee O Se Janey Na
Prithibi Valobashe Na, Valobash Tee O Se Janey Na
Kannay Lav Nei, Kannay Hobe Na
Kono Din Podda Meghna
Diner Aloy Sukiye Jabe Se
Hobe Na To Ekk Nodi Jomuna
Tene Niye Buker Kache
Chure Dey Dhulor Majhe
Valobashar Niyom Mani Na
Taito Osru Akhon Ase Na
Diyo Na Diyo Na Santho Na
Kannay Lav Nei, Kannay Hobe Na
Kono Din Podda Meghna
Diner Aloy Sukiye Jabe Se
Hobe Na To Ekk Nodi Jomuna
Dube Chilo Mayajale Ridoy
Shei Khoto Ekhono Kotha Koy
Valobashar Niyom Mani Na
Taito Osru Akhon Ase Na
Diyo Na Diyo Na Santho Na
Kannay Lav Nei, Kannay Hobe Na
Kono Din Podda Meghna
Diner Aloy Sukiye Jabe Se
Hobe Na To Ekk Nodi Jomuna
আরও দেখুনঃ