কাল সারা রাত [ Kal Shara Rat ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ প্রিন্স খালিদ হাসান [ Prince Khalid Hasan ]
কাল সারা রাত
বেবী নাজনীন :
বেবী নাজনীন (জন্ম : ২৩ আগস্ট, ১৯৬৫) বাংলাদেশের একজন নেপথ্য কণ্ঠশিল্পী এবং রাজনীতিবিদ। ১৯৭৬ সাল থেকে তিনি অনেক গান গেয়েছেন। তিনি ২০০৩ সালে শ্রেষ্ঠ মহিলা গায়ক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।
বেবী নাজনীনের কর্মজীবন সঙ্গীতময়। তার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে ‘ঘুম ভাঙ্গায়া গেলরে মরার কোকিলে’ উল্লেখযোগ্য। এছাড়া “এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল”, “লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে”, “ঐ রংধনু থেকে কিছু কিছু রং”, “ও বন্ধুরে তুই কতদূরে”, “মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে”, “দু’চোখে ঘুম আসে না”, “কাল সারারাত ছিল স্বপনেরও রাত”, “ও বন্ধু তুমি কই কই রে”, “কই গেলা নিঠুর বন্ধুরে” গানগুলো জনপ্রিয়তা অর্জন করে।
![কাল সারা রাত [ Kal Shara Rat ] 3 কাল সারা রাত](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/05/বেবী-নাজনীন-1-300x169.png)
কাল সারা রাত [ Kal Shara Rat ] নিয়ে কভার ঃ
![কাল সারা রাত [ Kal Shara Rat ] 1 কাল সারা রাত [ Kal Shara Rat ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/কাল-সারা-রাত.webp)
![কাল সারা রাত [ Kal Shara Rat ] 2 Google news](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)