Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

সব কিছু মিথ্যে লিরিক্স | Sob kichu mitthe lyrics | Gaanpoka | গানপোকা

সব কিছু মিথ্যে লিরিক্স | Sob kichu mitthe lyrics, এই গানটি গানপোকা ব্যান্ড এর গান।

 

 

সব কিছু মিথ্যে লিরিক্স | Sob kichu mitthe lyrics | Gaanpoka | গানপোকা

 

সব কিছু মিথ্যে লিরিক্স

 

সব কিছু মিথ্যে
সব কথা মিথ্যে

দেখা সব ঘটনা
কথা থেকে যায়।
কেন দেখা থাকে না?

কথা ছিল দুজনারই
পাতালে বাজাবাে গান
আমি ডুবতেই থাকি
তুমি ভাসমান।

সব ছবি মিথ্যে
ছায়া তবু ফোটে না
ছায়া ডুবে যায়
কেন ছবি ডুবে না?

দুজনে আলাদা আছি
কিভাবে সমান?
আমি ডুবতেই থাকি
তুমি ভাসমান।

 

 

Sob kichu mitthe lyrics in English

 

Shob Kichu Mittha
Shob Kotha Mittha

Dekha Sob Ghotona
Kotha Theke Jay
Keno Dekha Thake Na

Kotha Chilo Dujonaroi
Patale Bajabo Gan
Ami Dubtei Thaki
Tumi Vasoman

Sob Sobi Mittha
Saya Tobu Fote Na
Saya Dube Jay
Keno Sobi Dube Na

Dujone Alada Achi
Kivabe Soman
Ami Dubtei Thaki
Tumi Vasoman……

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

গানপোকা :

২০১১ সালে গানপোকা দলের যাত্রা শুরু। ফোক ও মেলোডি ঘরানার গান গেয়ে থাকে তারা। বিশেষ করে তাদের গানে দেশীয় বাদ্যযন্ত্রের ব্যবহার দেখা যায়। গানপোকার সদস্যরা হলেন মিঠুন, রাশেদ, বিপুল, হাসনাত, নিশান, আমিন, নোমান, শান্ত ও রাজু। গানপোকার সদস্য বিপুল বলেন, মূলত তাঁরা প্রকৃতির গান গাইতে ভালোবাসেন। আজ নিজেদের ফোক ঘরানার বেশ কিছু গান .গাইবেন। কিছু ফিউশন গানও থাকবে তালিকায়।

 

আরও দেখুনঃ

Exit mobile version