Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

কি করে বলবো তোমায় লিরিক্স [ Ki Kore Bolbo Tomaye Lyrics ] । পলক মুছল & পাপন । Palak Muchhal & Papon

কি করে বলবো তোমায় লিরিক্স [ Ki Kore Bolbo Tomaye Lyrics ]

পলক মুছল & পাপন । Palak Muchhal & Papon

 

 

পলক মুছল একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি এবং তার ছোট ভাই পলাশ মুছল, দরিদ্র শিশুদের জন্য তহবিল যোগাড় করতে ভারতে এবং বিদেশে স্টেজ শো করেন। যে শিশুরা হৃদরোগে ভুগছে এবং আর্থিক সহায়তার প্রয়োজন তাদের চিকিৎসায় জন্য তারা এই তহবিল তৈরী করেছেন।

৬ই অক্টোবর ২০২০ পর্যন্ত, তিনি তার দাতব্য শোগুলির মাধ্যমে টাকা তুলে হৃদজনিত সমস্যায় ভোগা ২২০০ জন শিশুর জীবন বাঁচিয়েছেন। সামাজিক কাজে মুছলের মহান সাফল্যের জন্য, গিনেস বিশ্ব রেকর্ড এবং লিমকা ওয়ার্ল্ড রেকর্ডস বুকে তার নাম উঠে গেছে। ভারত সরকার এবং অন্যান্য পাবলিক প্রতিষ্ঠান বিভিন্ন পুরস্কার এবং সম্মান প্রদান করে তার কাজের স্বীকৃতি দিয়েছেন। বলিউড ছায়াছবিতে মুছল নেপথ্য সঙ্গীতশিল্পী হিসাবে কাজ করেন।

 

 

কি করে বলবো তোমায় লিরিক্স [ Ki Kore Bolbo Tomaye Lyrics ] । পলক মুছল & পাপন । Palak Muchhal & Papon

কি করে বলবো তোমায় লিরিক্স

কি করে বলবো তোমায়
আসলে মন কি যে চায়
কেনও সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই (x2)

তুমি জানতে পারনি
কত গল্প পুড়ে যায়
তুমি চিনতে পারোনি, আমাকে হায়
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেনও সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই।

 

 

পথ ভুলে চলে গেছি দূরের কুয়াশায়
তবু আমার ফিরে আসার,
সত্যি নেই উপায়
তুমি আমার জিতের বাজী
তুমি আমার হার
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেনও সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই।

যদি বলি চোরাগলি মনের যায় কোথায়
আসবে কি? রাখবে কি?
তোমার ওঠা পড়ায়
তুমি আমার জালিয়ে নেওয়া,
কোন শুকতারা
কি করে বোলবো তোমায়
আসলে মন কি যে চায়
কেনও সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই ..
তুমি জানতে পারোনি
কত গল্প পুড়ে যায়
তুমি চিনতে পারোনি আমাকে হায়
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেনও সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই।

 

Ki Kore Bolbo Tomaye Lyrics

Ki kore bolbo tomaye
Ashole mon ki chaay
Ke she paliye beray tomar theke
Ki kore bolbo tomaye
Keno e mon haat baray
Abaro hariye she jaay tomat theke

 

 

Tumi jante paroni
Koto golpo pure jaay
Tumi chinte paroni ameke haay
Ki kore bolbo tomaye
Ashole mon ki chaay
Ke she paliye beray tomar theke

Poth bhule gechi chole dhurer kuyashay
Tobu aamar sotti nei upaay
Tumi amar jiter baaji tumi amar haar
Ki kore bolbo tomaye
Ashole mon ki chaay
Ke she paliye beray tomar theke

Jodi boli
chura golir moner jaay kothaye
Ashbe ki rakhbe ki tomar uthaporaye
Tumi jaliye newa kono sukh tara
Ki kore bolbo tomaye
Ashole mon ki chaay
Ke she paliye beray tomar theke

Tumi jante paroni
Koto golpo pure jaay
Tumi chinte paroni ameke haay
Ki kore bolbo tomaye
Ashole mon ki chaay
Ke she paliye beray tomar theke

 

কি করে বলবো তোমায় লিরিক্স [ Ki Kore Bolbo Tomaye Lyrics ] । পলক মুছল & পাপন । Palak Muchhal & Papon

অংগরাগ মহন্ত অসম, ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী ।তিনি পাপন নামে বেশি পরিচিত। তিনি হিন্দী, অসমীয়া, বাংলা ভাষায় গান গেয়েছেন । পাপন ইষ্ট ইন্ডিয়া কোম্পানী নামক সঙ্গীত ব্যান্ডের সঙ্গে জড়িত।

অসম তথা উত্তর পূর্বাঞ্চলের ধর্মীয় গানে প্রভাবিত হয়ে পাপন আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহার করে ধর্মীয় গানগুলো শ্রোতাদের মধ্যে ফিউজন রুপে প্রতিষ্ঠাপন করেছেন। ২০০৫ সালে পাপনের প্রথম অসমীয়া গানের অ্যালবাম জোনাক রাতি মুক্তি পায়। অ্যালবাম মুক্তির পর তিনি আসামের শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন। তিনি ২০১০ সালে “চিনাকী অচিনাকী” নামক বিখ্যাত গানের এলবামে কন্ঠদান করেন।

আরও দেখুনঃ

তুমি রবে নিরবে লিরিক্স [ Tumi Robe Nirobe Lyrics ] । রবীন্দ্র সংগীত । Rabindra Sangeet । হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকর । Hemanta Mukherjee and Lata Mangeshkar

 

Exit mobile version