কি দেখলে তুমি আমাতে [ Ki Dekhle Tumi Amate ]

“কি দেখলে তুমি আমাতে” গানটি গেয়েছেন বিখ্যাত সঙ্গীটশিল্পী মান্না দে গানটি লিখেছেন ভারতীয় বাঙালী সুরকার ও গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় । গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়  হাওড়া এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ভারতীয় বাঙালী সুরকার ও গীতিকার ছিলেন।

কি দেখলে তুমি আমাতে [ Ki Dekhle Tumi Amate ]

গীতিকারঃ  পুলক বন্দ্যোপাধ্যায়

প্রথম রেকর্ডের কন্থশিল্পীঃ মান্না দে

কি দেখলে তুমি আমাতে [ Ki Dekhle Tumi Amate ]

কি দেখলে তুমি আমাতে

কত সহজ কথা জানানো

কত যে কঠিন কি দেখেছি আমি

এ কথা তোমাকে বোঝানো।

ওগো কোথায় আমার সাধের জীবন আর

কোন সুখে কত সুখের মরণ

আমার অনুভব বিনা এই অনুভূতি

কাউকে যায় না শেখানো।

এই বিরাট পৃথিবী দিকে দিকে কত আয়োজন,

আমি কি করে বোঝাই – তোমাকে পেয়েছি

আর কিছু নেই প্রয়োজন।

এই সব পেয়েছির দেশ টা কোথায় ওগো

কোন খানে গেলে তাকে পাওয়া যায়

যদি জানতে চাও তো শুধু ভালোবাসো

মুখে তা যায় না শোনানো ।।

 

 

 

Leave a Comment