Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

কি হবে বেচে থেকে [ ki hobe beche theke lyrics ] । Islamic gojol । আইনুদ্দীন আল আজাদ

কি হবে বেচে থেকে লিরিক্স [ ki hobe beche theke lyrics ] একটি গজল।

 

 

কি হবে বেচে থেকে [ ki hobe beche theke lyrics ] । Islamic gojol । আইনুদ্দীন আল আজাদ

কি হবে বেচে থেকে

কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে
যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে । ২
কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে । ২

কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা ।
যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা । ২
এর চেয়ে মরাই ভালো- দেশ ছেড়ে যাওয়ায় ভালো। ২
কি হবে ধোকা দিয়ে বিবেক টাকে। ২

 

কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে,
যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে
কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে
পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে । ২
চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ঐ না গদি । ২
কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে ।

কি হবে যুবক নামে বোঝা হয়ে এই ধারাতে
যেখানে মা-বোনেরা ধর্ষিতা হয় দিনে-রাতে। ২
যৌবনের সার্থকতা গুচবে সকল ব্যাথা
পারো যদি বলি দিতে মানুষরূপি পশুটাকে। ২

কি হবে লেখা লেখি কলম বাজির এই মহড়া
সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। ২ (সাংবাদিক)
যদি ঐ ঘুষের বলে কলমটা উল্টো চলে । ২
তবে কি যাবে রুখা দুর্নীতিকে। ২

 

 

কি হবে নামাজ-রোজা ইমানদ্বারীর বরাই করে
যদি ঐ খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে। ২
মসজিদের কোনে বসে জিকিরি শুধু করে কষে
মসজিদের কোনে বসে দোয়া শুধু করে কষে
এভাবে যায়না পাওয়া আল্লাহকে। ২

কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে
যদি যায় ক্ষমতাটা বারে বারে নারীর হাতে
কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে
যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে
কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে। ২
আমাদের আগামি সেই প্রজন্মকে।

কি হবে কিতাবাদীর তালীম দিয়ে মাদ্রাসাতে
যদি সেই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে
কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। ২
বিলি দেনা তোদের জীবনটাকে। ২

কি হবে আকাশ ছোয়া বিলাসবহুল গাড়ি বাড়ি
না খেয়ে কত মানুষ পরপাড়ে দিচ্ছে পাড়ি । ২
আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে । ২
কোন কাজে লাগবে না ঐ প্রসাদটাকে । ২


কি হবে শেষ নবীজীর উম্মত বলে দাবি করে
যদি সেই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে । ২
নবীজীর জন্য যদি রক্তের বহে নদী । ২
তবুও হটবো না এই দাবী থেকে । ২

কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে,
যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে
কি হবে বেঁচে থেকে?

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

 

আরও দেখুনঃ
Exit mobile version