কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে (2009) [ Krishnochura Lal Hoyeche Fule Fule ] | কবির বকুল
গানটি গেয়েছেন ওরীন শরীফ এবং সুর দিয়েছেন ইমন সাহা ।
কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে (2009) [ Krishnochura Lal Hoyeche Fule Fule ] | কবির বকুল
গীতিকারঃ কবির বকুল
সুরকারঃ ইমন সাহা
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ নওরীন শরীফ
কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে লিরিক্স :
কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে
তুমি আসবে বলে।।
রংধনুটা মেঘ ছুঁয়েছে আকাশ নীলে
![কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে (2009) [ Krishnochura Lal Hoyeche Fule Fule ] | কবির বকুল 2 কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে (2009) [ Krishnochura Lal Hoyeche Fule Fule ]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_216,h_216/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/download-15.jpg)
তুমি আসবে বলে
রূপালী ঢেউ খেলে নদীর জলে,
পায়ে পায়ের কাছে
তুমি আসবে বলে।।
বলেছিলে আসবে তুমি সেদিন
এই পৃথিবীটা হবে যখনই রঙীন।।
ফুলে ঝরে পথটাতো হারালো অতলে
রাত জাগা চোখ দুটো সাজি কাজলে,
পায়ে পায়ের কাছে
তুমি আসবে বলে।।
আসলে না কেন কি সেই কারণ
মন তোমাকে মনে করেছে ধারণ।।
কথা গুলো বানানো কি ছিল সব আসলে
না পাওয়ার বেদনা মনে অনলে,
পায়ে পায়ের কাছে
তুমি আসবে বলে।।
![কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে (2009) [ Krishnochura Lal Hoyeche Fule Fule ] | কবির বকুল 3 YaifwwriN4BzRFCyqbslL4 কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে (2009) [ Krishnochura Lal Hoyeche Fule Fule ] | কবির বকুল](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_160,h_120/https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
Krishnochura Lal Hoyeche Fule Fule lyrics :
Krishnochura Lal Hoyeche Fule Fule,
Tumi Asbe Bole.
Rongdhonuta Megh Chuyeche Akash Nile,
Tumi Asbe Bole.
Rupali Dheu Khele Nodir Jole
Paye Payer Kache-
Tumi Asbe Bole.
Bolechile Asbe Tumi Sedin,
Ei Prithibita Hobe Jokhoni Rongeen.
Fule Jhore Poth tato Haralo Otole
Rat Jaga Chokh Duti Saji Kajole.
Paye Payer Kache-
Tumi Asbe Bole.
Asle Na Keno Ki Sei Karon,
Mon Tomake Mone Koreche Dharon.
Kothagulo Banano Ki Chilo Sob Asole,
Na Pawar Bedona Mone Onole.
Paye Payer Kache-
Tumi Asbe Bole.
কবির ‘বকুল:
![কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে (2009) [ Krishnochura Lal Hoyeche Fule Fule ] | কবির বকুল 4 কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে (2009) [ Krishnochura Lal Hoyeche Fule Fule ]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_371,h_232/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/kabirbakul-300x188.jpg)
কবির ‘বকুল বাংলাদেশের একজন গীতিকার। এছাড়া তিনি সাংবাদিক হিসেবেও কাজ করছেন। সেরা গীতিকার হিসেবে তিনি ২০০৮, ২০০৯, ২০১০, ২০১৩, ও ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। কবির ‘বকুল ১৯৬৬ সালের ২১ নভেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করেন।
কবির ‘বকুল ১৯৮৬ সাল থেকে কবিতা, গান লেখালেখির সাথে জড়িত। ১৯৮৮ সালে তিনি প্রথম ১৩টি গান লিখে শিল্পী তপন চৌধুরীকে দেন। সেখান থেকে দুটি গান দুটি অ্যালবামে আসে। প্রথম গান ছিল ‘কাল সারা রাত তোমারই কাকন যেন মনে মনে রিনিঝিনি বেজেছে’ যার গায়ক ছিলেন শিল্পী আইয়ুব বাচ্চু । দ্বিতীয় গানটি ছিলো ‘পথে যেতে যেতে খুঁজেছি তোমায়’ যার গায়ক ছিলেন শিল্পী নাসিম আলী খান। এখন পর্যন্ত তিনি ৮ শতাধিক ছায়াছবির গান লিখেছেন এবং সবমিলিয়ে প্রায় পাঁচ হাজারের বেশি গান লিখেছেন।
ইমন সাহাঃ
![কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে (2009) [ Krishnochura Lal Hoyeche Fule Fule ] | কবির বকুল 5 কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে (2009) [ Krishnochura Lal Hoyeche Fule Fule ]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_337,h_175/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/emon-saha-cover-20211215092748-300x156.jpg)
ইমন সাহা একজন বাংলাদেশী সুরকার এবং সঙ্গীতশিল্পী। তিনি বাংলা টেকনো, লোকগীতি ও চলচ্চিত্রের গানের জন্য সমধিক পরিচিত। ইমন ১৬ অক্টোবর (সাল জানা নেই) ঢাকায় জন্মগ্রহণ করেন। ইমন তার শৈশব ঢাকাতেই কাটেন। তার বাবার নাম সত্য সাহা, যিনি একজন বিখ্যাত লোক সঙ্গীত শিল্পী ও বাংলা চলচ্চিত্রের সংগীত পরিচালক। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ছিল তার প্রবল অনুরাগ।
আরও দেখুনঃ