লেবেল: স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ] প্রযোজনা: সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ] কাভার: ফেরদৌসি মৌমিতা [ Ferdousi Moumita ] গীটার : শাফাত শামস বেজ গীটার : ডি এ রেইন কাহোন : তানভীর হাসনাত তুফান মুল শিল্পী : নিয়াজ মহাম্মদ চৌধুরী কথা : আনোয়ারা করিম
কেঁদে কেঁদে কি হবে
কেঁদে কেঁদে কী হবে? আরেকটা হবে না তো যমুনা কেঁদে কেঁদে কী হবে? আরেকটা হবে না তো যমুনা
না হবে পদ্মা, না হবে মেঘনা না হবে পদ্মা, না হবে মেঘনা না হবে তাজমহলের নমুনা
কেঁদে কেঁদে কী হবে?
আরেকটা হবে না তো যমুনা
কেঁদেই যদি দুঃখ যেত তবে অশ্রুধারায় শত নদী-সাগর গড়ে উঠতো কেঁদেই যদি দুঃখ যেত তবে অশ্রুধারায় শত নদী-সাগর গড়ে উঠতো তাই, মিছে এই কান্নার অশ্রুটুকু তুমি মুছে ফেল না
না হবে পদ্মা, না হবে মেঘনা না হবে পদ্মা, না হবে মেঘনা না হবে তাজমহলের নমুনা
কেঁদে কেঁদে কী হবে?
আরেকটা হবে না তো যমুনা
সুখ যদি চিরসাথি হতো তবে দুঃখ কি আর স্মৃতির গভীর চোখের জলে ভাসতো? সুখ যদি চিরসাথি হতো তবে দুঃখ কি আর স্মৃতির গভীর চোখের জলে ভাসতো? তাই, হৃদয়টা পোড়ার অগ্নিজ্বালা তুমি বুকে রেখ না
না হবে পদ্মা, না হবে মেঘনা না হবে পদ্মা, না হবে মেঘনা না হবে তাজমহলের নমুনা
কেঁদে কেঁদে কী হবে?
আরেকটা হবে না তো যমুনা
না হবে পদ্মা, না হবে মেঘনা না হবে পদ্মা, না হবে মেঘনা না হবে তাজমহলের নমুনা
কেঁদে কেঁদে কী হবে? আরেকটা হবে না তো যমুনা
গুগল নিউজে আমাদের ফলো করুন
নিয়াজ মোহাম্মদ চৌধুরী :
ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী (জন্ম ২৫ অক্টোবর ১৯৫২) একজন বাংলাদেশি আধুনিক ও ধ্রুপদী সঙ্গীতশিল্পী। নিয়াজ ১৯৫২ সালের ২৫ অক্টোবর (সার্টিফিকেট অনুসারে ১৩ জানুয়ারি) নরসিংদী জেলার শিবপুর উপজেলার খৈনকুট গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৬৭ সালে নবকুমার ইন্সটিটিউশন থেকে মাধ্যমিক ও ১৯৬৯ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মা্যিমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। শৈশবে ওস্তাদ আয়াতুল্লাহ খানের কাছ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা লাভ করেন। পরবর্তীতে তিনি পাতিয়ালা ঘরনাতে ওস্তাদ ফাতেহ আলী খান ও ওস্তাদ আমানত আলী খানের শিক্ষা লাভ করেন।
কেঁদে কেঁদে কি হবে [ kede kede ki hobe ] নিয়ে কভার ঃ