কেউ কোনোদিন লিরিক্স [ Kew Kono Din lyrics ]
সাবিনা ইয়াসমিন । Sabina Yasmin
সাবিনা ইয়াসমিন (জন্ম: ৪ সেপ্টেম্বর ১৯৫৪) একজন বাংলাদেশি নেপথ্য সঙ্গীতশিল্পী। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
সাবিনা মাত্র ১৩ বছর বয়সে আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত আগুন নিয়ে খেলা (১৯৬৭) চলচ্চিত্রে আলতাফ মাহমুদের সুরে “মধুর জোছনা দীপালি” গান গাওয়ার মাধ্যমে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন।
এই গানের জন্য তিনি ৫০০ টাকা সম্মানী পান। এর পূর্বে তিনি এহতেশামের নতুন সুর (১৯৬২) চলচ্চিত্রে রবীন ঘোষের সুরে প্রথম শিশু শিল্পী হিসেবে গান করেন।
এরপর আলতাফ মাহমুদের সুরে তিনি মাহমুদুন্নবীর সাথে “একটি পাখি দুপুরে রোদে” গানে কণ্ঠ দেন। এই সময়ে তিনি মাহমুদের সুরে আনোয়ারা (১৯৬৭), নয়নতারা (১৯৬৭) ও টাকা আনা পাই (১৯৭০) চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন।
পাশাপাশি তিনি ফেরদৌসী রহমান, আঞ্জুমান আরা বেগম ও অন্যান্য শিল্পীদের নেপথ্যে কোরাসে অংশ নিতেন। এই সময়ে খান আতাউর রহমানের সুরে জীবন থেকে নেয়া (১৯৭০) চলচ্চিত্রে তার গাওয়া “একি সোনার আলোয়” গানটি শ্রোতাপ্রিয় হয়।
বাংলাদেশের স্বাধীনতা লাভের পূর্বে তিনি নঈম গহরের গীত এবং আজাদ রহমানের সুরে “জন্ম আমার ধন্য হলো মা গো” গানে কণ্ঠ দিয়েছিলেন।
কেউ কোনোদিন লিরিক্স [ Kew Kono Din lyrics ] । সাবিনা ইয়াসমিন । Sabina Yasmin
কেউ কোনোদিন লিরিক্স
কেউ কোনোদিন আমারে তো
কথা দিল না
কথা দিল না
বিনিসূতার মালাখানি
বিনিসূতার মালাখানি
গাঁথা হইল না
গাঁথা হইল না
![কেউ কোনোদিন লিরিক্স [ Kew Kono Din lyrics ] । সাবিনা ইয়াসমিন । Sabina Yasmin 2 কেউ কোনোদিন লিরিক্স [ Kew Kono Din lyrics ] । সাবিনা ইয়াসমিন । Sabina Yasmin](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_300/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/240833674_10220048904877586_3281338565569462538_n-300x300.jpg)
যায় না মুখে বলা
বুঝতে গেলেই সোনার অঙ্গ
তোমার, বুঝতে গেলেই সোনার অঙ্গ
পুড়ে হবে কালা
থাকতে নদী মেঘনা
হাতের কাছে ভরা কলস
আমার, হাতের কাছে ভরা কলস
তৃষ্ণা মেটে না
কেউ কোনোদিন আমারে তো
কথা দিল না
![কেউ কোনোদিন লিরিক্স [ Kew Kono Din lyrics ] । সাবিনা ইয়াসমিন । Sabina Yasmin 3 কেউ কোনোদিন লিরিক্স [ Kew Kono Din lyrics ] । সাবিনা ইয়াসমিন । Sabina Yasmin](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/images-79-converted-1-300x157.jpg)
হয়েছিল দোষী
তাই বলে কি থেমেছিল…
বলো, তাই বলে কি থেমেছিল
কদমতলার বাঁশি?
ওঝা মেলে না রে
এই মরণ যে সুখের মরণ
হায় রে, এই মরণ যে সুখের মরণ
দেখলাম জনম ভরে
কেউ কোনোদিন আমারে তো
কথা দিল না
কথা দিল না
বিনিসূতার মালাখানি
বিনিসূতার মালাখানি
গাঁথা হইলো না
গাঁথা হইলো না
![কেউ কোনোদিন লিরিক্স [ Kew Kono Din lyrics ] । সাবিনা ইয়াসমিন । Sabina Yasmin 4 কেউ কোনোদিন লিরিক্স [ Kew Kono Din lyrics ] । সাবিনা ইয়াসমিন । Sabina Yasmin](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-82-300x157.jpg)
কেউ কোনোদিন আমারে তো
কথা দিল না
কথা দিল না
বিনিসূতার মালাখানি
বিনিসূতার মালাখানি
গাঁথা হইলো না
গাঁথা হইলো না
আরও দেখুনঃ
ঘুম ভালোবাসি রে লিরিক্স । Ghum valobashire lyrics । Shamz Vai