কেন আশা বেঁধে রাখি [ Keno Asha Bedhe Rakhi ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ মাইশা শওকত [ Maisha Shawkot ]
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি
কেন দীপ জ্বেলে রাখি
কেন আশা -বেঁধে রাখি।
জানি আসবে না,
ফিরে আর তুমি।
তবু পথ পানে চেয়ে থাকি।
কেন আশা -বেঁধে রাখি।
জানবে না তুমি,
বুঝবে না তুমি,
এই ব্যথা আমার,
এ জ্বালা আমার।
জানবে না তুমি,
বুঝবে না তুমি।
ছিলে কাছে যখন,
ছিল সবই আপন।
সেই ভেবে জলে
ভরে আঁখি।
কেন আশা -বেঁধে রাখি।
কত আশা ছিল,
কত ছিল যে গান
কত হাসি ছিল,
কত অভিমান।
সূর্য জ্বলা এই
সকাল আমার
আঁধারে সবই গেল ঢাকি
কেন আশা বেঁধে রাখি।
এই মনের কথা,
হয়নি তো বলা
হয়নি তো যোগ,
সেই পথে চলা।
এই মনের কথা,
হয়নি তো বলা
স্বপ্ন যে ছিল,
সবই তোমার দেয়া।
তবে কেন দিলে
তুমি ফাঁকি
কেন আশা -বেঁধে রাখি
কেন দীপ জ্বেলে রাখি
কেন আশা বেঁধে রাখি।
জানি আসবে না,
ফিরে আর তুমি
তবু পথ পানে চেয়ে থাকি।
কেন আশা -বেঁধে রাখি
কেন দীপ জ্বেলে রাখি
কেন আশা বেঁধে রাখি।
![কেন আশা বেঁধে রাখি [ Keno Asha Bedhe Rakhi ] 3 Google news](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_142,h_106/https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)
মিতালী মুখার্জী :
মিতালী মুখার্জী একজন ভারতীয় শাস্ত্রীয় এবং নেপথ্য সঙ্গীতশিল্পী, যিনি মূলত বাংলাদেশের ময়মনসিংহ থেকে এসেছেন। তিনি ১৯৮২ সালে দুই পয়সার আলতা চলচ্চিত্রে এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই গানে সঙ্গীত পরিবেশনার জন্য বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি ১৯৮২ সাল থেকে গজল গায়ক ভূপিন্দর সিং-এর সাথে বিবাহিত জীবন অতিবাহিত করেছেন। ২০২২ সালের ১৮ জুলাই ভূপিন্দর সিং মৃত্যবরণ করেন।
তিনি ১৯৮২ সালে “দুই পয়সার আলতা” সিনেমার “এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই” গানের জন্য শ্রেষ্ঠ নারী কন্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মুখার্জী ৯ অক্টোবর, ২০১৫ তারিখে সিটি ব্যাংক কর্তৃক প্রদত্ত গানে গানে গুণীজন সংবর্ধনা পেয়েছেন।
কেন আশা বেঁধে রাখি [ Keno Asha Bedhe Rakhi ] নিয়ে কভার ঃ
আরও দেখুনঃ