কেন এই নিঃসঙ্গতা লিরিক্স- পার্থ বড়ুয়া-সোল্‌স ব্যান্ড-[Keno Ei Nishongota lyrics-Partho Borua-Souls Band]

কেন এই নিঃসঙ্গতা লিরিক্স- পার্থ বড়ুয়া-সোল্‌স ব্যান্ড-[Keno Ei Nishongota lyrics-Partho Borua-Souls Band]

কেন এই নিঃসঙ্গতা লিরিক্স- পার্থ বড়ুয়া-সোল্‌স ব্যান্ড-[Keno Ei Nishongota lyrics-Partho Borua-Souls Band]
পার্থ বড়ুয়া
পার্থ বড়ুয়া একজন জনপ্রিয় বাংলাদেশী সঙ্গীত শিল্পী। বাংলাদেশের অন্যতম পুরনো গানের দল সোলস এর সদস্য। এছাড়া তিনি অভিনেতা হিসেবে নাটক, সিনেমায় নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।

পার্থ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই শৈশব ও শিক্ষাজীবন কাটে। তার মা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব অল্প বয়সেই পার্থ সঙ্গীত চর্চা শুরু করেন। তিনি নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রত্যক্ষভাবে গ্রুপ থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন।

কেন এই নিঃসঙ্গতা লিরিক্স- পার্থ বড়ুয়া-সোল্‌স ব্যান্ড-[Keno Ei Nishongota lyrics-Partho Borua-Souls Band]
পার্থ বড়ুয়া

কেন এই নিঃসঙ্গতা লিরিক্স

কেন এই নিঃস্বঙ্গতা, কেন এই মৌনতা
আমাকে ঘিরে
কেউ না জানুক কার কারণে,
কেউ না জানুক কার স্মরণে
কোন পিছুটানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে।

স্বপ্নগুলো অন্য কারো, ভূল গুলো আমারই
কান্নাগুলো থাক দুচোখে, কষ্ট আমারই
ভেবে নেব প্রেমালে আজ আঁধারি।

কেউ না জানুক কোন বিরহে
দিন চলে যায় আজ কিভাবে,
কোন পিছুটানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে।

ইচ্ছেগুলো থাক হৃদয়ে, ব্যর্থতা আমারই
সুখ নাহোক অন্য কারো, দুঃখরা আমারই
ভুলে যাবো মন কেন আজ ফেরারী।

কেউ না জানুক কোন হতাশায়
দিন চলে যায় নীরবে হায়,
কোন পিছুটানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে।

কেন এই নিঃসঙ্গতা লিরিক্স- পার্থ বড়ুয়া-সোল্‌স ব্যান্ড-[Keno Ei Nishongota lyrics-Partho Borua-Souls Band]
সোল্‌স ব্যান্ড

Keno Ei Nishongota lyrics

Keno ei nishongota
Keno ei mounota..
Amake ghire
Keuna januk kar karone
Keuna januk kar shorone
Mon pichu tane
Tobuo jibon jacche kete
Jiboner niyome..
Shopno gulo onno karo
Vul gulo amari
Kanna gulo thak duchokhe
Kosto amari
Vebe nebo prem alo ar adhari
Keu na januk kon birohe
Din chole jay aj kivabe
Mon pichutane
Icche gulo thak hridoye
Berthota amari
Shukh na hok onno karo
Dukhora amari
Bhule jabo mon keno aj ferari
Keuna januk kon hotashay
Din chole jay nirobe hay
Mon pichu tane…
Tobuo jibon jacche kete
Jiboner niyome..

কেন এই নিঃসঙ্গতা লিরিক্স- পার্থ বড়ুয়া-সোল্‌স ব্যান্ড-[Keno Ei Nishongota lyrics-Partho Borua-Souls Band]
পার্থ বড়ুয়া

সোল্‌স (ইংরেজি: Souls) বাংলাদেশের একটি জনপ্রিয় পপ মিউজিক ব্যান্ড। চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়, এবং পরে ঢাকায় চলে আসেন । গত চার দশকেরও বেশি সময় ধরে এই ব্যান্ডটি বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছে বাংলা ভাষার শ্রোতাদের।

পথচলা[সম্পাদনা]

স্বাধীনতার ঠিক পরের বছর, ১৯৭২ সাল। দেশ তখন সবদিক দিয়েই অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে, শিল্প-সাহিত্য-সংগীতে­ও অচলাবস্থা। সেসময় চট্টগ্রামের কয়েকজন গানপাগল তরুণ সাজিদ, জিলু, নেওয়াজ, রনি বড়ুয়া ও তাজুল মিলে গানের দল গঠন করে যাবতীয় অচলাবস্থাকে পাশ কাটাতে চাইলেন। তখনকার সনাতনীয় প্রথাগত মিউজিকের বাইরে গিয়ে বিদেশী ব্যান্ডগুলোর অনুপ্রেরণায় ‘ওয়েস্টার্ন রক’ চর্চার এবং রক-এর সাথে দেশের তরুণদের পরিচয় করিয়ে দেওয়ার তাগিদ থেকেই তারা অগ্রসর হচ্ছিলেন।

কেন এই নিঃসঙ্গতা লিরিক্স- পার্থ বড়ুয়া-সোল্‌স ব্যান্ড-[Keno Ei Nishongota lyrics-Partho Borua-Souls Band]
সোল্‌স ব্যান্ড
স্বাভাবিকভাবে তাদের এই কাজে অগ্রসর হওয়া সহজসাধ্য ছিলো না। বাংলা গান তখন সীমাবদ্ধ ছিলো শাস্ত্রীয়-ফোক, রবীন্দ্র-নজরুল, বাউল-লোকগান-আধুনিক মেলোডিয়াস গানের মধ্যে। শুধুমাত্র মনোবলকে পুঁজি করে নতুন কিছু করার স্পৃহা থেকেই চট্টগ্রামে ১৯৭২ সালে প্রাথমিকভাবে ‘সুরেলা’ নামে তারা ব্যান্ডযাত্রা শুরু করেন। তখনকার দিনে বড় বড় ক্লাব-হোটেলে ছাড়া কোথাও গানবাজনা হতো না। আর সেইসব জায়গাতে শুধুমাত্র ইংরেজি গানের কাভার করা হতো, বাংলা গান ছিলো ব্রাত্য। তাই ব্যান্ডগুলোর নামও ইংরেজিতে রাখার চল শুরু হয়েছিলো। এসবকে বিবেচনায় নিয়ে ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পাল্টে ‘সোলস’ রাখা হলো, বাংলার যার অর্থ হয় ‘আত্মার সমন্বয়ে’।

আরও দেখুনঃ

Leave a Comment