Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

কেমনে ভুলিবো আমি [ Kemoney Vulibo Ami ]

কেমনে ভুলিবো আমি

কেমনে ভুলিবো আমি [ Kemoney Vulibo Ami ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ ফাহমিদা রত্না [ Fahmida Ratna ]

 

 

কেমনে ভুলিবো আমি

কেমনে -ভুলিবো আমি
কেমনে ভুলিবো আমি
বাঁচি না তারে ছাড়া
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে- ভুলিবো আমি
কেমনে- ভুলিবো আমি
বাঁচি না তারে ছাড়া
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
না আসিলে কালো ভ্রমর
কে হবে যৌবনের দোসর
না আসিলে কালো ভ্রমর
কে হবে যৌবনের দোসর
সে বিনে মোর শুন্য বাসর,
সে বিনে মোর শুন্য বাসর,
আমি জিয়ন্তে মরা
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে -ভুলিবো আমি
কেমনে -ভুলিবো আমি
বাঁচি না তারে ছাড়া
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
কূলমানের আশা ছেড়ে
মন প্রান দিয়াছি যারে
কূলমানের আশা ছেড়ে
মন প্রান দিয়াছি যারে
এখন সে কাঁদায়া আমারে
এখন সে কাঁদায়া আমারে
একি তার প্রেমের ধারা
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে ভুলিবো আমি
কেমনে ভুলিবো আমি
বাঁচি না তারে ছাড়া
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
গুগল নিউজে আমাদের ফলো করুন
আসার পথে চেয়ে থাকি
যারে পাইলে হবো সুখি
আসার পথে চেয়ে থাকি
যারে পাইলে হবো সুখি
এ করিমের মরণ বাতি
এ করিমের মরণ বাতি
হইলো না অঝোরধারা
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে -ভুলিবো আমি
কেমনে ভুলিবো আমি
বাঁচি না তারে ছাড়া
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা

 

কেমনে ভুলিবো আমি [ Kemoney Vulibo Ami ] নিয়ে কভার ঃ

 

আরও দেখুনঃ

Exit mobile version