Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

কোন কাননের ফুল গো তুমি লিরিক্স [ Kon Kanoner Ful Go Tumi Lyrics ] । খালিদ হাসান মিলু & কনক চাঁপা । Khalid Hassan Milu & Kanak Chapa

কোন কাননের ফুল গো তুমি লিরিক্স [ Kon Kanoner Ful Go Tumi Lyrics ]

 খালিদ হাসান মিলু & কনক চাঁপা । Khalid Hassan Milu & Kanak Chapa

 

মিলু সঙ্গীত জীবন শুরু হয় ১৯৮০ সালের প্রথমার্ধে। মিলুর প্রকাশিত একক এ্যালবাম সংখ্যা ১২ টি, মিক্সড-ডুয়েট এ্যালবাম সংখ্যা প্রায় ১২০ টি। তিনি প্রায় ২৫০ টি চলচ্চিত্রে কণ্ঠে দিয়েছেন। তিনি সর্বমোট প্রায় ১৫০০ এর মতো গানে কণ্ঠ দিয়েছেন।

১৯৯৪ সালে ‘হৃদয় থেকে হৃদয়’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে পুরস্কার লাভ করেন।

খালিদ হাসান মিলুর জন্ম ৬ এপ্রিল, ১৯৬০ সালে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার আদর্শপাড়া গ্রামে।মিলু ২০০৫ সালের ২৯ মার্চ রাত ১২ টা ১০ মিনিটে ঢাকার মনোয়ারা হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এর পূর্বে ২০০১ সালে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি হন। ২০০৪ সালে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককে ও নেওয়া হয়। এছাড়া তিনি লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। তাকে মিরপুর কবরস্থানে সমাহিত করা হয়।

 

 

কোন কাননের ফুল গো তুমি লিরিক্স [ Kon Kanoner Ful Go Tumi Lyrics ] । খালিদ হাসান মিলু & কনক চাঁপা । Khalid Hassan Milu & Kanak Chapa

কোন কাননের ফুল গো তুমি লিরিক্স

 

কোন কাননের ফুল গো তুমি

কোন আকাশের চাঁদ গো তুমি
কোন রাখালের মধুর বাঁশির গুন ও…
জ্বাইলা আগুন বুকে
জ্বাইলা আগুন
জ্বাইলা আগুন বুকে
জ্বাইলা আগুন

কোন ফাগুনের কুকিল তুমি
কোন নয়নের কাজল তুমি
ভোমর হয়ে করো যে গুন গুন ও…
জ্বাইলা আগুন বুকে
জ্বাইলা আগুন
জ্বাইলা আগুন বুকে
জ্বাইলা আগুন

ইচ্ছা করে তোমায় দরে
বন্দি করে রাখি
একটি বারে হওনা কন্যা
আমার খাঁচার পাখি

জীবন দিলাম যৌবন দিলাম
নাই যে কিছু বাকি
দিবা নিশি তোমার স্বপণ
আমার মনে আকি

 

 

যেদিন তোমায় প্রথম দেখি

সেই দিন থেকে আমি একি
তোমার প্রেমে হয়ে গেলাম খুন ও…

জ্বাইলা আগুন বুকে

জ্বাইলা আগুন
জ্বাইলা আগুন বুকে
জ্বাইলা আগুন


দশ গ্রামের মানুষ ডাইকা
বলতে ইচ্ছে করে
তোমার প্রেমে মরার আগে
গেছি আমি মরে

এতো পরে আইলা কেনো
আগে আইলা না
আমার মনের ঠিকানা কি
খুঁইজা পাইলা না

আমি ছিলাম মরুভূমি

বৃষ্টি হইয়া আইলা তুমি
ঝড়া বনে আনলা যে ফাগুন ও…

জ্বাইলা আগুন বুকে

জ্বাইলা আগুন
জ্বাইলা আগুন বুকে
জ্বাইলা আগুন

কোন কাননের ফুল গো তুমি
কোন আকাশের চাঁদ গো তুমি
কোন রাখালের মধুর বাঁশির গুন ও…
জ্বাইলা আগুন বুকে
জ্বাইলা আগুন
জ্বাইলা আগুন বুকে
জ্বাইলা আগুন

 

 

কোন ফাগুনের কুকিল তুমি
কোন নয়নের কাজল তুমি
ভোমর হয়ে করো যে গুন গুন ও…
জ্বাইলা আগুন বুকে
জ্বাইলা আগুন
জ্বাইলা আগুন বুকে
জ্বাইলা আগুন

 

কোন কাননের ফুল গো তুমি লিরিক্স [ Kon Kanoner Ful Go Tumi Lyrics ] । খালিদ হাসান মিলু & কনক চাঁপা । Khalid Hassan Milu & Kanak Chapa

কনকচাঁপা (জন্ম: ১১ সেপ্টেম্বর, ১৯৬৯) বাংলাদেশের একজন প্রথিতযশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার গান এখনো কোটি শ্রোতার মুখে মুখে। তিনি রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

তিনি ১১ সেপ্টেম্বর, ১৯৬৯, সালে ঢাকায় জন্ম গ্রহণ করেন। কিন্তু তার দাদা বাড়ী সিরাজগঞ্জের কাজিপুরে। তবে তিনি বেড়ে উঠেছেন ঢাকায়। তার বাবা আজিজুল হক মোর্শেদ। পাঁচ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়।

চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ প্রায় সবধরনের গানে তিনি সমান পারদর্শী। বর্তমানে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।

তিনি ৩৪ বছর ধরে সংগীতাঙ্গনে সমানতালে কাজ করে যাচ্ছেন।এ পর্যন্ত তিনি চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। প্রকাশিত হয়েছে ৩৫টি একক গানের অ্যালবাম।

চলচ্চিত্রের গান নিয়ে তার সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘আবার এসেছি ফিরে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনুরের প্রায় প্রতিটি গানেই কনক চাঁপা কণ্ঠ দিয়েছেন।তার গান মানেই তুমুল শ্রোতাপ্রিয়।

আরও দেখুনঃ

তুই কি আমার হবি রে লিরিক্স [ Tui Ki Amar Hobi Re Lyrics ] । ইমরান ও কনা । Imran & Kona

 

Exit mobile version