Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

খাতির করার লোক [ khatir korar lok ]

খাতির করার লোক
গ্রামের ছবি

“খাতির করার লোক”  এই গানটি নেয়া হয়েছে এক সন্ধ্যার ঋণ বই থেকে । এই বইটির লেখক ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান ইকবাল হোসেইন । এই বইটির মধ্যে মোট ১১টী গান রয়েছে। এই ১১টী গানের কথা গ্রামের রূপ থেকে নেয়া হয়েছে ।

খাতির করার লোক [ khatir korar lok ]

গানের জনরাঃ লকগীতি 

খাতির করার লোক [ khatir korar lok ]

 

সে আমায় বলে ভালোবাসে

আমায় বলে ভালোবাসে

আমারে কে খাতির পায়

ভালবাসার মানুষ

এখন আছে কোন জাগায়

খাতির-করার লোকটা বলো আছে কোন জাগায়

সে আমায় বলে ভালোবাসে

আমায় বলে ভালোবাসে

আমারে কে খাতির পায়

ভালবাসার মানুষ

এখন আছে কোন জাগায়

খাতির-করার লোকটা বলো আছে কোন জাগায়

 

সখী গোওওও

এত কষ্ট ভালোবাসায় কইলো না সে মোরে

পাষান আমার চইলা গেলো মনটা ভেঙ্গে চুরে

এত কষ্ট ভালোবাসায় কইলো না সে মোরে

পাষান আমার চইলা গেলো মনটা ভেঙ্গে চুরে

সকাল সন্ধ্যা আর কাটে না

সকাল সন্ধ্যা আর কাটে না

দুঃখ বড় পরাণ যায়

ভালবাসার মানুষ

এখন আছে কোন জাগায়

ভালবাসার মানুষ

এখন আছে কোন জাগায়

 

সখী গোওওও

পৌষ চলে যায় দিন চলে যায় আমার আকাশ ঢাকা

নিশী রাইতে চোখ যে আমার চোখের জলে বাঁকা

 

পৌষ চলে যায় দিন চলে যায় আমার আকাশ ঢাকা

নিশী রাইতে চোখ যে আমার চোখের জলে বাঁকা

সে বোঝে না মনের বেথ্যা

সে বোঝে না মনের বেথ্যা

আমার বড় আজিব পায়

ভালবাসার মানুষ

এখন আছে কোন জাগায়

খাতির করার লোকটা বলো আছে কোন জাগায়

 

 

সখী গোওওও

আমি বড় আশা নিয়া আশায় থাকি

এ জিবনে যা ছিল মোর তাহার বুকে রাখি

আমি বড় আশা নিয়া আশায় থাকি

এ জিবনে যা ছিল মোর তাহার বুকে রাখি

আমি এখন শূন্য বড়

আমি এখন শূন্য বড়

জীবন আমার হইছে দায়

ভালবাসার মানুষ

এখন আছে কোন জাগায়

খাতির করার লোকটা বলো আছে কোন জাগায়

 

সখী গোওওও

তোমরা বলো ভালবাসা সুখের বড় গদি

আমি বলি ভালবাসা জিবনের দুর্গতি

 

তোমরা বলো ভালবাসা সুখের বড় গদি

আমি বলি ভালবাসা জিবনের দুর্গতি

আমি ইকবাল ছন্নছাড়া

আমি ইকবাল ছন্নছাড়া

মনটা কেবল তাকে চায়

ভালবাসার মানুষ

এখন আছে কোন জাগায়

খাতির-করার লোকটা বলো আছে কোন জাগায়

সে আমায় বলে ভালোবাসে

আমায় বলে ভালোবাসে

আমারে কে খাতির পায়

ভালবাসার মানুষ

এখন আছে কোন জাগায়

খাতির-করার লোকটা বলো আছে কোন জাগায়

ভালবাসার মানুষ

এখন আছে কোন জাগায়

খাতির-করার লোকটা বলো আছে কোন জাগায়

 

খাতির করার লোকটা বলো আছে কোন জাগায়

সখী গোওওও

খাতির-করার লোকটা বলো আছে কোন জাগায় ।।

আরও দেখুনঃ 

Exit mobile version