খুঁজে খুঁজে লিরিক্স [ Khuje khuje lyrics ] | Arfin Rumey

খুঁজে খুঁজে লিরিক্স [ Khuje khuje lyrics ] | Arfin Rumey

 

rumi120131012042629 খুঁজে খুঁজে লিরিক্স [ Khuje khuje lyrics ] | Arfin Rumey

 

 

আরফিন রুমিএকজন বাংলাদেশী গায়ক, সুরকার এবং সংঙ্গীত পরিচালক। তার ৩০ টিরও বেশি অ্যালবাম, একক এবং মিশ্র কাজ মুক্তি পেয়েছে। তিনি বাংলাদেশে জনপ্রিয় শিল্পীদের মধ্যে একজন। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত তার অনেকগুলো জনপ্রিয় বাংলা গান প্রকাশিত হয়েছে।

আরেফিন রুমি ১৯৮৭ সালের ২৩ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি কলেজে পড়াকালীন সময় একাধিক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন। ছোটবেলায় তিনি় তার মায়ের কাছ থেকে গান শিখেন।

হাবিব ওয়াহিদ ও ফুয়াদ আল মুক্তাদির ছিল প্রেরণার উৎস। গানের জগতে আসার আগেই ২০০৬ সালে মডেলিং শুরু করেন রুমি। তিনি হাবিব ওয়াহিদ এবং ফুয়াদ আল মুক্তাদিরের কাছে অডিও ইনজিনিয়ারিং শেখেন।

একক অ্যালবাম :

২০০৮ আরফিন রুমি অনন্যা আরফিন রুমি অনুরূপ আইচ, ফুয়াদ হাসান, শাকি আহমেদ, শুভ, রোজ ও আরফিন রুমি
২০০৯ এসোনা শিতি সাহা আরফিন রুমি অনুরূপ আইচ, ফুয়াদ হাসান, সুমী, আফরিন জেসিকা, গুঞ্জন চৌধুরী, ফয়সাল ও আরফিন রুমি
২০১১ ভালোবাসি তোমায় ন্যান্সি, শুভমিতা, খেয়া ও পড়শী আরফিন রুমি অনুরূপ আইচ, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, শফিক তুহিন, সোহেল আরমান ও এটিএম মুশফিকুর রহমান
২০১৩ পরজনম পড়শী, খেয়া, পূজা ও নাওমি আরফিন রুমি আরিফিন রুমি
২০১৫ কিছু কথা আকাশে পাঠাও নদী আরফিন রুমি জাহিদ আকবর, নাসিমা আখতার ও আরফিন রুমি
২০১৬ তোমারি নামে পড়শী ও শেনাজ আরফিন রুমি ফয়সাল রাব্বিকিন
২০১৬ সত্যি করে বল পড়শী ও ওইশী আরফিন রুমি জাহিদ আকবর ও ফয়সাল রাব্বিকিন

 

Song : Khuje Khuje
Singer: Arfin Rumey & Porshi
Lyric: Anurup Aich
Tune: Arfin Rumey
Music: Arfin Rumey

 

খুঁজে খুঁজে লিরিক্স [ Khuje khuje lyrics ] | Arfin Rumey

 

1430501412 829178623783971 6723967653338080885 n খুঁজে খুঁজে লিরিক্স [ Khuje khuje lyrics ] | Arfin Rumey

 

খুঁজে খুঁজে লিরিক্স বাংলা :

 

তোমাকে খুঁজে পাই
ঐ নীল আকাশে
পাই যে খুঁজে ঐ
মিষ্টি বাতাসে।

তোমায় ভালোবাসি, আমি ভালোবাসি
পেতে চাই আরো আরো কাছে

খুঁজে খুঁজে দু’চোখ বুজে
পাই তোমায় আরো কাছে
একই ডোরে বাঁধা দু’জন
থাকবো সারা জনম ধরে।

কপালের ঐ টিপ, চোখেরই কাজলে
তোমাকে জড়িয়ে রাখবো প্রেমেরই আঁচলে

রংধনুর রঙে নয়, নয় ঝরনাধারাতে
তোমার উপমা খুঁজি দু’চোখের তারাতে

খুঁজে খুঁজে দু’চোখ বুজে
পাই তোমায় আরো কাছে
একই ডোরে বাঁধা দু’জন
থাকবো সারা জনম ধরে।

তুমি ফুল হয়ে সুরভি ছড়ালে
প্রেমেরই চাদরে হৃদয় জড়ালে

দাওনা তুমি দু’হাত বাড়িয়ে
ভালোবেসে যেতে চাই তোমাতে হারিয়ে

খুঁজে খুঁজে দু’চোখ বুজে
পাই তোমায় আরো কাছে
একই ডোরে বাঁধা দু’জন
থাকবো সারা জনম ধরে।

 

 

YaifwwriN4BzRFCyqbslL4 খুঁজে খুঁজে লিরিক্স [ Khuje khuje lyrics ] | Arfin Rumey
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

Khuje khuje lyrics in english :

Tomake khuje pai
oi nil akase
pai je khuje oi
misti batase

Tomay bhalobasi, ami bhalobasi
pete cai aro aro kache

khuje khuje du’chok buje
pai tomay aro kache
ekai dure badha dujon
thakbo sara janam dora.

Kopaler oi tip, chokerai kajole
tomake joriye rakhbo premerai achole

Randhnura rane noy, noy jhoranadharate
tomer upoma khuji du’choker tarate

khuje khuje du’chok buje
pai tomay aro kache
ekai dure badha dujon
thakbo sara janam dora.

Tumi phul hoye surabhi chorale
premerai cadore hridoya jorale

da’ona tumi du’hat bariye
bhalobase jate cai tomate hariye

khuje khuje du’chok buje
pai tomay aro kache
ekai dure badha dujon
thakbo sara janam dora.

 

artworks 000354008979 h1u6w7 t500x500 খুঁজে খুঁজে লিরিক্স [ Khuje khuje lyrics ] | Arfin Rumey

 

 

 

আরও দেখুন :

Leave a Comment