খোদার ঘরে নালিশ করতে [ Khodar Ghore Nalish Korte ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ শাহীন হোসেন [ Shaheen Hossain ]
খোদার ঘরে নালিশ করতে
খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে।
পাপ পূণ্যের বিচার এখন মানুষে করে।।
আমার দুঃখের কথা শোনার মত কোন মানুষ নাই
আমি কার কাছে জানাই
আমার চক্ষের পানি মুছার মত আপন কেহ নাই
আমি কোথায় পাবো ঠাই
আজ শোনরে মানুষ শোন
এই দুঃখেরই আগুন
(ও) আর কতকাল জ্বালিয়ে রাখবি আমার অন্তরে
পাপ পূণ্যের বিচার এখন মানুষই করে।।
![খোদার ঘরে নালিশ করতে [ Khodar Ghore Nalish Korte ] 2 Google news](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)
রথীন্দ্রনাথ রায় :
রথীন্দ্রনাথ রায় ১৯৪৯ সালের ২৩ জানুয়ারি রংপুরের তারাগঞ্জের বগুলাগাড়ী গ্রামে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন তবে তাঁর বেড়ে ওঠা নীলফামারী জেলার সূবর্ণখুলী গ্রামের পৈত্রিক বাড়িতে । তার পিতা অন্যতম লোকসঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার হরলাল রায় এবং মা বীণাপাণি রায়। তিনি ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি অনুরক্ত ছিলেন এবং বাবার কাছেই সঙ্গীতের প্রাথমিক তালিম গ্রহণ করেন। এরপর তিনি ওস্তাদ পি. সি গমেজের কাছে সঙ্গীতে তালিম নেন। আট বছর বয়সে তিনি বেতারে ও তের বছর বয়সে টেলিভিশনে সঙ্গীত পরিবেশন করেন।
১৯৫৪ সাল থেকে তিনি ঢাকায় বসবাস শুরু করেন এবং তৎকালীন ‘রেডিও পাকিস্তান, ঢাকা’ কেন্দ্রে ভাওয়াইয়া গানের শিল্পী হিসেবে যোগ দেন। রথীন্দ্রনাথ রায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ ডিগ্রী অর্জন করেন। সিনেমায় তাঁর প্রথম প্লেব্যাক ১৯৬৬ সালে খান আতাউর রহমানের সাত ভাই চম্পা ছবিতে। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তিনি দু’বার ১৯৭৯ ও ১৯৮১ সালে ফিল্ম জার্নালিস্ট এসোসিয়েশন পুরস্কারে ভূষিত হন এবং ১৯৯৫ সালে একুশে পদক লাভ করেন।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী।২০০০ সালে সর্বশেষ “হৃদয়ের বন্ধন” সিনেমার পর দীর্ঘ ১৯ বছর পর ২০১৯ সালে সরকারি অনুদানে নির্মিত নিশীথ সূর্য পরিচালিত ‘পায়রার চিঠি’ সিনেমায় প্লেব্যাক করেন লোকগানের জীবন্ত কিংবদন্তি রথীন্দ্রনাথ রায়।
সম্প্রতি ২০২০ সালে তিনি ‘আগুনের জুতো পায়ে হাঁটছি’ শিরোনামের একটি নতুন গান গেয়েছেন। ফজল-এ-খোদা রচিত রথীন্দ্রনাথ রায়ের গাওয়া ‘মাগো আমার মা’, ‘মন তুই চিনলি নারে’, ‘আমি আশা করে আছি দয়াল’, ‘পর কখনো আপন হয় নারে’ ‘একে তো দারুণ দিন, দুরন্ত দুপুর’ গানগুলো শ্রোতাপ্রিয় হয়েছে।
![খোদার ঘরে নালিশ করতে [ Khodar Ghore Nalish Korte ] 3 খোদার ঘরে নালিশ করতে](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/11/রথীন্দ্রনাথ-রায়-300x169.png)
খোদার ঘরে নালিশ করতে [ Khodar Ghore Nalish Korte ] নিয়ে কভার ঃ
![খোদার ঘরে নালিশ করতে [ Khodar Ghore Nalish Korte ] 1 খোদার ঘরে নালিশ করতে [ Khodar Ghore Nalish Korte ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/খোদার-ঘরে-নালিশ-করতে.webp)