গম্ভীরা বা গম্ভীরা গান [ Gambhira Song, Music Genre ] পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ জেলা এবং বাংলাদেশের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের বিশিষ্ট লোকসংগীত হচ্ছে গম্ভীরা গান। চৈত্রসংক্রান্তি উৎসবে যে অনুষ্ঠানাদি হয়ে থাকে তার মধ্যে গম্ভীরা অসম্ভব জনপ্রিয়। সাধারণত বছরের শেষ তিনদিন কোনো উন্মুক্ত প্রাঙ্গণে এই গানের আসর বসে।
গম্ভীরা বা গম্ভীরা গান [ Gambhira Song, Music Genre ] গীত ধারা । সঙ্গীত
গম্ভীরা শিল্পীগণ বিশেষ পোশাক ও নাটুকে উপাদান ব্যবহার করে থাকেন। কখনো কখনো কয়েকজন মিলে গানের মধ্যে বিষয় সংশ্লিষ্ট হাস্যরসাত্মক কথোপকথনেরও প্রয়োগ করেন। শিল্পীদের অভিনয় ও নৃত্য এই গানের আঙ্গিক দিককে আরো বেশি আকর্ষণীয় করে তোলে।
জীবনসংসারে সংঘটিত নানান ঘটনা সংগীতাকারে পর্যালোচনা করাই হচ্ছে গম্ভীরা গানের মূল বৈশিষ্ট্য। সামাজিক, অর্থনৈতিক, শিক্ষামূলক, এমনকি রাজনৈতিক হালচালও গম্ভীরা গানে ‘নানা হে’ বলে শুরু করতে দেখা যায়। অনেক গম্ভীরায় বার্ষিক চাওয়া-পাওয়ার একটি হিসাবও পাওয়া যায়।
![গম্ভীরা বা গম্ভীরা গান [ Gambhira Song, Music Genre ] গীত ধারা । সঙ্গীত 1 YaifwwriN4BzRFCyqbslL4 গম্ভীরা বা গম্ভীরা গান [ Gambhira Song, Music Genre ] গীত ধারা । সঙ্গীত](https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
গম্ভীর অর্থ শিব বলেই অনেকের মতে, শিবকে উপলক্ষ করেই গম্ভীরা গান রচিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের পৌষসংক্রান্তি, গাজন ইত্যাদিসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেও এই গান পরিবেশিত হয়ে থাকে। মালদহ এবং চাপাইনবাবগঞ্জ এলাকার কৃষক সমাজের একটি জাতীয় উৎসব গম্ভীরা নাচ ও গান।
বার্ষিক সাফল্য এবং ব্যর্থতার পর্যালোচনা করে নতুন ফসল বছরের সাফল্য কামনা করা হয় গানের মধ্য দিয়ে। গম্ভীরাকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য নৃত্যে দেব-দেবীদের মুখোশ ব্যবহারের প্রচলন রয়েছে। এই গান সাধারণত পোলিয়া, রাজবংশী, নাগর, কোচ প্রভৃতি আদিবাসী শিল্পীদের কণ্ঠে বেশি শোনা যায়।
তবে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের কিছু কিছু সংগীতশিল্পী নিজ এলাকায় গম্ভীরা দল গঠন করে সমসাময়িক নানান প্রসঙ্গ ও অসংগতি নিয়ে নিজেরাই গান রচনা করে গম্ভীরা পরিবেশন করছেন। ফলে গম্ভীরা অবলুপ্তির হাত থেকে রক্ষা পাচ্ছে ঠিকই; কিন্তু একই সঙ্গে এর আদিরূপ হারিয়ে যাচ্ছে।
জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় গম্ভীরা গানের সন্ধান পাওয়া যায়; তবে তার প্রকৃতি একটু আলাদা। মালদহ এবং চাপাইনবাবগঞ্জ অঞ্চলের ভাষা ও সংস্কৃতির মধ্যে বেশ কিছুটা মিল পরিলক্ষিত হয়। এমনকি উভয় অঞ্চলের প্রধান অর্থকরী ফসলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আম। কোনো কারণে আমের ফলন ভালো না হলে গম্ভীরায় শোনা যায় :
কোহোবো কি গান ওহে শিব বাগানে নাই আম
গাছে গাছে বেড়িয়ে দেখনু লতুন পাতা সব সমান ॥