Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

গাজার নৌকা লিরিক্স [ Gajar Nouka Lyrics ] । ডেফী । Defy

গাজার নৌকা লিরিক্স [ Gajar Nouka Lyrics ]

ডেফী । Defy

 

গাজার নৌকা লিরিক্স [ Gajar Nouka Lyrics ] । ডেফী । Defy

গাজার নৌকা লিরিক্স

গাজার নৌকা পাহাড়তলী যায় ও মিরাবাই
গাজার নৌকা পাহাড়তলী যায়
গাজার নৌকা পাহাড়তলী যায় ও মিরাবাই
গাজার নৌকা পাহাড়তলী যায়
——————-


গাঁজা খাব আঁটি আঁটি
মদ খাবো বাটি বাটি
ফেন্সি খেলে টাস্কি খেয়ে যাই ও মিরাবাই
গাঁজার নৌকা পাহাড়তলী যায়
——————-
আফিম খেলে মাথা ধরে
কোকেনে বুক ধরফড় করে
হিরু খেলে টাস্কি খেয়ে যাই ও মিরাবাই
গাঁজার নৌকা পাহাড়তলী যায়
——————-
খাবো না আর গাঁজা আমি
যদি পাশে থাকো তুমি
তোমায় পেলে নেশা ভুলে যাই ও মিরাবাই
গাঁজার নৌকা পাহাড়তলী যায়
——————-


জানি আসবে না তুমি
আঁধারে এই কানাকানি
জানি আসবে না তুমি
বাতাসে এই কথা শুনি
তোমায় ভুলে গাঁজার নৌকা বাই ও মিরাবাই
গাঁজার নৌকা পাহাড়তলী যায়

Gajar Nouka Pahartoli Jay, O mirabai
Gajar Nouka Pahar Toli Jay
Gaja Khabo Ati Ati,
Mod Khabo Bati Bati
Fenci khele,  Fenci khele,  Fenci khele,
Taski kheye jai O mirabai !
Afim khele matha dhore,
cocen a buk dhorfor kore,
Hiru khele, Hiru khele
Taski Kheye jai o mirabai,
Khabona ar gaja ami
jodi pase thako tumi
tumay pele, tumay pele,
Nesha vule jai, O Mirabai


Jani asbena Tumi
Adhare ei Kana Kani
Jani asbena Tumi
Batashe ei Kotha suni
Tumay vule gajar noukai bai
O mirabai
Gajar Nouka Pahar Toli Jay, O mirabai
Gajar Nouka Pahar Toli Jay

এই গানটা আসলে একটা অসাধারণ রোমান্টিক গান। প্রেম এবং প্রেম ঘটিত ট্র্যাজেডি দুইয়ের সংমিশ্রণ আছে এতে। এই দুই বস্তুই এই গানের প্রাণ।

গানটা শুরু হয়েছে গাঁজার কথা দিয়ে। গাঁজা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি – এরকম অসাধারণ লাইন আছে যেখানে তথাকথিত শুদ্ধ ভাষার তোয়াক্কা না করে সহজভাবে নিজের আবেগ তুলে ধরতে পেরেছেন লেখক। এ পর্যায়ে মনে হতে পারে লেখকের প্রেম গাঁজার সাথে।

তারপর অন্যান্য মাদকের খারাপ দিকের বর্ননা আছে। আফিম খেলে মাথা ধরে, কোকেনে বুক ধড়ফড় করে ইত্যাদি। এই পর্যন্ত গানে রোমান্টিকতা আসে নাই। গাঁজার সাথে অন্যান্য মাদকের সাধারণ তুলনা এসেছে।

এই তুলনায় এটাই বুঝানো হয়েছে যে গাঁজা অন্য মাদকদের চাইতে ভালো। এর পরেই লেখক গেছেন মীরাবাঈয়ের কথায়। তিনি বলেছেন মীরাবাঈকে পেলে গাঁজা খাবেন না।

এই জায়গাটা তাই ধাক্কার মত। এবং এর রোমান্টিক আবেগীয় গাঢ়ত্ব অনেক। মহান ছোটগল্পের শিল্পীরা এমন চমক দেখাতে পারেন। এর জন্য অসাধারণ প্রতিভার দরকার।

মীরাবাঈয়ের প্রতি লেখকের প্রেম এতই প্রবল যে তিনি বলছেন, “খাবো না আর গাঁজা আমি, যদি পাশে থাকো তুমি/ তোমায় পেলে নেশা ভুলে যাই, ও মীরাবাঈ… ।”

এরকম রোমান্টিক গানের লাইন আমি খুব কম দেখেছি। বাংলা গানের ইতিহাসে এরকম বাস্তব রোমান্টিক লাইন খুব কম হয়েছে। সাধারনত আধুনিক প্রায় বাংলা রোমান্টিক গানগুলি ম্যাড়ম্যাড়ে হয়ে এমন অবাস্তবতা দিকে ধাবিত হয় যে, একে লুতুপুতু গান বলে চিহ্নিত করতে হয়।

যাইহোক, গানের পর্যন্ত এসে বুঝা যায় মীরাবাঈ লেখকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ন।

কিন্তু এরপর আছে বিষন্নতা। আছে দুঃখবোধে আক্রান্ত এক প্রেমিকের হৃদয় উৎসারিত বেদনার শৈল্পিক রূপায়ন।

গাজার নৌকা লিরিক্স [ Gajar Nouka Lyrics ] । ডেফী । Defy

আরও দেখুনঃ

অভিমান গান লিরিক্স [ Oviman Gaan Lyrics ] – তানভীর ইভান [ Tanveer Evan ]

 

Exit mobile version