Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

গানেরই খাতায় স্বরলিপি (1970) [ Ganeri Khatai ]

গানেরই খাতায় স্বরলিপি লিখে
স্বরলিপি ছবির পোষ্টার

“গানরেই খাতায় স্বরলিপি লিখে” গানটি বাংলা চলচিত্র “স্বরলিপি” এর মধ্যে গাওয়া হয়েছে । গানটি গেয়েছেন বাংলাদেশ এর বিখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা । গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং গানটি সুর করেছেন সুবল দাস । 

গানেরই খাতায় স্বরলিপি লিখে [ Ganeri Khatai ]

গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার

সুরকারঃ সুবল দাস

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ রুনা লায়লা

গানেরই খাতায় স্বরলিপি লিখে [ Ganeri Khatai ]

গানেরই খাতায় স্বরলিপি লিখে
বলো কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শুধু বেহিসাবে ভরে রবে।
মন নিয়ে লুকোচুরি খেলে
কোন দিন যাবে পথে ফেলে।
ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নেবে জানি
নেবে না নেবে না নেবে না।
যে কুড়ায় কাঁচের গুড়ো
পথের ধারে ছিড়ে ফেলে
আঁচলে চন্দ্র ঢেকে
সে হয় খুশি পিদিম জ্বেলে
গানশুনে ভাল লাগে যারে
এত দেখে চেনো নিকো তারে।
ঠিকানা তোমার বল কবে
সুরের রেখায় এঁকে দেবে জানি
দেবে না দেবে না দেবে না।

গাজী মাজহারুল আনোয়ারঃ

গাজী মাজহারুল আনোয়ার

গাজী মাজহারুল আনোয়ার বাংলাদেশের জনপ্রিয় সুরকার-গীতিকারদের একজন। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা মাজহারুল আনোয়ার একাধারে একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২শে ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০ হাজার গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন।

চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি।

সুবল দাসঃ

সুবল দাস

গানেরই খাতায় স্বরলিপি সুরকার সুবল দাস ছিলেন একজন বাংলাদেশী সঙ্গীত পরিচালক ও সুরকার। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে তিনি খ্যাতি অর্জন করেন। তবে তিনি বেতার ও টেলিভিশনের সাথেও যুক্ত ছিলেন। তার সুরকৃত অসংখ্য গান বেতার ও টেলিভিশনের সঙ্গীতশিল্পীরা পরিবেশন করেন।সুবল দাস ১৯২৭ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান বাংলাদেশ)সঙ্গীতে পারদর্শিতা অর্জন করে তিনি সুর ও সঙ্গীত পরিচালনায় মনোনিবেশ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা রশিকলাল দাস এবং মা কামিনী দাস।

সুবল দাস ১৯৫৯ সালে চলচ্চিত্রকার ফতেহ লোহানী পরিচালিত আকাশ আর মাটি চলচ্চিত্রে প্রথম সঙ্গীত পরিচালনা করেন। তার সুরকৃত মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া “তবে কি আমার নেই কোন ঠাঁই” গানটি বিপুল প্রশংসিত হয়।

সুবল দাস ২০০৫ সালের ১৬ই আগস্ট মৃত্যুবরণ করেন।

রুনা লায়লাঃ

রুনা লায়লা
Exit mobile version