গুলনকশ্ গান বা গুলনকশ্ তারানা [ Gulnaksh Song, Music Genre ] গীত ধারা । সঙ্গীত

গুলনকশ্ গান বা গুলনকশ্ তারানা এক ধরণের গীত। ফারসি ভাষায় ‘গুল’ শব্দের অর্থ পুষ্প বা ফুল। ফারসি ভাষায় রচিত একপ্রকার তারানা রয়েছে, যা গুল (ফুল) যুক্ত। অর্থাৎ এই ধারার গানের বাণী বিভিন্ন ফুলের নাম দিয়ে নকশা করা বা সাজানো। তাই গুলযুক্ত এই তারানাকে গুলনকশ্ নামে অভিহিত করা হয়েছে স্বনামখ্যাত সংগীতজ্ঞ হজরত আমির খসরু এই গানের আবিষ্কার করেছেন বলে জানা যায় ।

 

Leave a Comment