Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

গেল বন্ধু আর আইলোনা [ Ashi Bole Gelo Bondhu ]

গেল বন্ধু আর আইলোনা
শাহ্‌ আব্দুল করিম

“গেল বন্ধু আর আইলোনা” গানটি বাংলার খুবই জনপ্রিয় একটি গান। গানটি লিখেছেনে ওস্তাদ শাহ্‌ আব্দুল করিম। তিনি একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

গেল বন্ধু আর আইলোনা [ Ashi Bole Gelo Bondhu ]

গীতিকারঃ শাহ্‌ আব্দুল করিম

গেল বন্ধু আর আইলোনা [ Ashi Bole Gelo Bondhu ]

আসি বলে গেল বন্ধু আইলো না
যাবার কালে সোনা বন্ধে নয়ন তুলে চাইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না।।
আসবে বলে আশায় রইলাম

আশাতে নিরাশা হইলাম

শাহ্‌ আব্দুল করিম
বাটাতে পান সাজাই থুইলাম বন্ধু এসে খাইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না।।
সুজন বন্ধুরে চাইলাম
মনে বড় ব্যথা পাইলাম
আমি শুধু তাঁর গান গাইলাম সে আমার গান গাইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না।।
আব্দুল করিম চিন্তা করে
এই আশাতেই যাব মরে
আসে যদি মরণ পরে আমারে তো পাইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না।।
যাবার কালে সোনা বন্ধে নয়ন তুলে চাইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না।।

শাহ্‌ আব্দুল করিমঃ

শাহ্‌ আব্দুল করিম

গেল বন্ধু আর আইলোনা গীতিকার শাহ আবদুল করিম  একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাঁকে “বাউল সম্রাট” হিসাবে সম্বোধন করা হয়। শাহ আবদুল করিম ইব্রাহিম আলী ও নাইওরজানের ঘরে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বকশ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন।

স্বশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন।
বাউল শাহ আবদুল করিমের এ পর্যন্ত ৭টি গানের বই প্রকাশিত হয়েছে। তার মৃত্যুর কিছুদিন আগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তার রচনাসমগ্র (অমনিবাস)-এর মোড়ক উন্মোচিত হয়েছে।
২০০৯ সালের ১২ই সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আবদুল করিম মৃত্যু বরণ করেন।
আরও দেখুনঃ
Exit mobile version