গ্রামের নওজোয়ান লিরিক্স [ Gramer Nowjuan lyrics ] – “গ্রামের নওজোয়ান” বাংলা ফোক অরিজিনালি গানের সুর এবং লিরিক্স লিখেছেন শাহ আব্দুল করিম।
![গ্রামের নওজোয়ান লিরিক্স [ Gramer Nowjuan lyrics ] - শাহ আব্দুল করিম [ Shah Abdul Karim ] 1 ও প্রান নাথ তুমি বিনে [ O Pranonath Tumi Bine ] - শাহ্ আব্দুল করিম](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_225,h_225/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/images-37-e1646835553799.jpg)
গ্রামের নওজোয়ান লিরিক্স
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান,
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম
হায়রে,
মিলিয়া বাউলা গান আর সারি গান গাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম,
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম।
হিন্দুগো বাড়িতে যাত্রা গান হইত
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম,
বাউলা গান, ঘাটু গান আনন্দের তুফান
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম, হায়রে
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম।
বর্ষা যখন হইত, গাজির গান আইত
রংগে ঢংগে গাইত আনন্দ পাইতাম,
কেহ বা মেম্বার, কেহ বা মিনিস্টার,
কেহ বা মেম্বার, কেহ বা মিনিস্টার,
আমরা কি এসবের নাম জানিতাম
হায়রে আমরা কি এসবের নাম জানিতাম,
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম।
করি এ ভাবনা, সেই দিন আর পাব নাহ
ছিল বাসনা সুখি হইতাম,
দিন হইতে দিন আসে রে কঠিন,
দিন হইতে দিন আসে রে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম, হায়রে
করিম দীনহীন কোন পথে যাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম,
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম।
![গ্রামের নওজোয়ান লিরিক্স [ Gramer Nowjuan lyrics ] - শাহ আব্দুল করিম [ Shah Abdul Karim ] 2 ও প্রান নাথ তুমি বিনে [ O Pranonath Tumi Bine ] - শাহ্ আব্দুল করিম](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_196/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/1455898180-e1646835544343-300x196.jpg)
Gramer Nowjuan lyrics
Gramer nowjuan hindu musolman
Miliya baula gaan aar murshidi gaitam
Miliya baula gaan aar sari gaan gaitam
Age ki shundor din kataitam
Amra age ki sundar din kataitam
![গ্রামের নওজোয়ান লিরিক্স [ Gramer Nowjuan lyrics ] - শাহ আব্দুল করিম [ Shah Abdul Karim ] 3 রঙ্গিলা বারই রে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_225/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/G_5370283f066859b-300x225.jpg)
“শাহ আব্দুল করিম” নিয়ে বিস্তারিতঃ
উস্তাদ শাহ আবদুল করিম (১৫ ফেব্রুয়ারি ১৯১৬ – ১২ সেপ্টেম্বর ২০০৯) হচ্ছেন একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাঁকে “বাউল সম্রাট” হিসাবে সম্বোধন করা হয়। তিনি বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ২০০১ সালে একুশে পদক পুরস্কারে ভূষিত হন।
স্বশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। বাউলসাধক শাহ আবদুল জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দরিদ্রতার সাথে।
![গ্রামের নওজোয়ান লিরিক্স [ Gramer Nowjuan lyrics ] - শাহ আব্দুল করিম [ Shah Abdul Karim ] 4 গ্রামের নওজোয়ান লিরিক্স](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_225,h_300/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/Shah_Abdul_Karim-225x300.jpg)
বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় তার সাহায্যার্থে এগিয়ে এলেও তা তিনি কখনোই গ্রহণ করেননি। উল্লেখ্য, ২০০৬ সালে সাউন্ড মেশিন নামের একটি অডিও প্রকাশনা সংস্থা তার সম্মানে জীবন্ত কিংবদন্তীঃ বাউল শাহ আবদুল করিম নামে বিভিন্ন শিল্পীর গাওয়া তার জনপ্রিয় ১২ টি গানের একটি অ্যালবাম প্রকাশ করে। এই অ্যালবামের বিক্রি থেকে পাওয়া অর্থ তার বার্ধক্যজনিত রোগের চিকিৎসার জন্য তার পরিবারের কাছে তুলে দেয়া হয়।
২০০৭ সালে বাউলের জীবদ্দশায় শাহ আবদুল করিমের জীবন ও কর্মভিত্তিক একটি বই প্রথমবারের মতো প্রকাশিত হয়, ‘শাহ আবদুল করিম সংবর্ধন-গ্রন্থ’ (উৎস প্রকাশন) নামের এই বইটি সম্পাদনা করেন লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ। শিল্পীর চাওয়া অনুযায়ী ২০০৯ সালের ২২ মে সিলেট বিভাগীয় কমিশনার ও খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি ড. জাফর আহমেদ খানের উদ্যোগে বাউল আব্দুল করিমের সমগ্র সৃষ্টিকর্ম নিয়ে গ্রন্থ ‘শাহ আবদুল করিম রচনাসমগ্র’ প্রকাশিত হয়। বইটির পরিবেশক বইপত্র।
আরও দেখুন…