গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান [Gramer nowjuan hindu musolman] | শাহ আব্দুল করিম

গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান [Gramer nowjuan hindu musolman] | শাহ আব্দুল করিম

গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান [Gramer nowjuan hindu musolman]
শাহ আব্দুল করিম
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গানটি বাংলার খুবই জনপ্রিয় গান।
 
বাউল গুরু লালন ফকিরের পর বাউল জগতের সবচাইতে জনপ্রিয় বাউল হলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম

বাউলরা তাদের দর্শন ও মতামত বাউল গানের মধ্য দিয়ে প্রকাশ করে থাকে । এই গান এর মাধ্যমেও তিনি গ্রামের সবার মিলে মিশে থাকার কথা উল্লেখ করেছেন  ।

গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান [Gramer nowjuan hindu musolman] | শাহ আব্দুল করিম

গীতিকারঃ শাহ আবদুল করিম

সুরকারঃ শাহ আবদুল করিম

গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান লিরিক্স :

গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মূর্শিদী গাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম।।
বর্ষা যখন হইত গাজীর আইত
রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম
বাউল আর গাটু গান আনন্দের তুফান
গাইয়া সারি গান নাও দৌড়াইতাম।।
হিন্দু বাড়িনত যাত্রা গান অইত
নিমন্ত্রন দিত তারা আমরা যাইতাম
কে হবে মেম্বার কে হবে গ্রাম সরকার
আমরা কি তার খবর রাখিতাম।।
বিবাদও ঘটিলে পঞ্চাইতের বলে
গরীব কাঙ্গালের বিচার পাইতাম
মানুষ ছিল সরল ছিল ধর্মবল
এখন সবাই পাগল বড় লোক হইতাম।।
করিযে ভাবনা সেদিন আর পাবনা
ছিল বাসনা সুখী হইতাম
দিন হতে দিন আসে যে কঠিন
করিম দ্বীনহীন কোন পথে যাইতাম।।
YaifwwriN4BzRFCyqbslL4 গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান [Gramer nowjuan hindu musolman] | শাহ আব্দুল করিম
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

Gramer nowjuan hindu musolman lyrics :

Gramer naojoyan hindu musalman
Gramer naojoyan hindu musalman.
Miliya ghatu gaan aar murshidi gaitam
Hay re miliya ghatu gaan aar murshidi gaitam.

Age ki sundor din kataitam amara
Age ki sundor din kataitam.
Age ki sundor din kataitam amara
Age ki sundor din kataitam.

Borsha jokhon aito gajir gaan hoito
Ronge donge gaito ananda paitam.
Borsha jokhon aito gajir gaan hoito
Ronge donge gaito ananda paitam.

Gaji gaan Ghatu gaan anander tufan
Jari gaan Ghatu gaan anander tufan.
Gaiya sari gaan nouka doiraitam amara
Gaiya sari gaan nouka doiraitam.

Age ki sundor din kataitam amara

Age ki sundor din kataitam.
Age ki sundor din kataitam amara
Age ki sundor din kataitam.

Hindu barite jatra gaan hoito
Nimontron dito amara jaitam.
Hindu barite jatra gaan hoito
Nimontron dito amara jaitam.

Ke hobe membor ke ba gram sorkar
Ke hobe membor ke ba gram sorkar.
Amara ki tar khobar loitam hay re
Amara ki tar khobar loitam.

Age ki sundor din kataitam amara
Age ki sundor din kataitam.
Age ki sundor din kataitam amara
Age ki sundor din kataitam.

Bibad ghotile panchayeter bole
Gorib kangaler bichar paitam.
Bibad ghotile panchayeter bole
Gorib kangaler bichar paitam.

Manush chilo sorol chilo dharmo bol

Manush chilo sorol chilo dharmo bol.
Ekhon sobai bhabe borolok hitam hay re
Ekhon sobai bhabe borolok hitam.

Age ki sundor din kataitam amara
Age ki sundor din kataitam.
Age ki sundor din kataitam amara
Age ki sundor din kataitam.

Kori sei bhabona se din aar pabona
Chilo ba sona sukhi hoitam.
Kori sei bhabona se din aar pabona
Chilo ba sona sukhi hoitam.

Din hote din ase je kothin
Din hote din ase je kothin
Hori dinhin kon pathe jaitam hay re
Hori dinhin kon pathe jaitam.

Age ki sundor din kataitam amara
Age ki sundor din kataitam.
Age ki sundor din kataitam amara
Age ki sundor din kataitam.
Age ki sundor din kataitam amara
Age ki sundor din kataitam.

শাহ আবদুল করিম,

গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান [Gramer nowjuan hindu musolman]
শাহ আব্দুল করিম
উস্তাদ শাহ আবদুল করিমঃ

(১৫ ফেব্রুয়ারি ১৯১৬ – ১২ সেপ্টেম্বর ২০০৯) হচ্ছেন একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক । শাহ আবদুল করিম ইব্রাহিম আলী ও নাইওরজানের ঘরে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন।ba তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বকশ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন।স্বশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে।

কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন।

বাউল শাহ আবদুল করিমের এ পর্যন্ত ৭টি গানের বই প্রকাশিত হয়েছে। তার মৃত্যুর কিছুদিন আগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তার রচনাসমগ্র (অমনিবাস)-এর মোড়ক উন্মোচিত হয়েছে। এছাড়াও সুমনকুমার দাশ সম্পাদিত শাহ আব্দুল করিম স্মারকগ্রন্থ (অন্বেষা প্রকাশন) তার মৃত্যুর পর প্রকাশিত হয়।

এর আগে-পরে শাহ আবদুল করিমকে নিয়ে সুমনকুমার দাশের ‘বাংলা মায়ের ছেলে : শাহ আবদুল করিম জীবনী’ (অন্বেষা প্রকাশন), ‘সাক্ষাৎকথায় শাহ আবদুল করিম’ (অন্বেষা প্রকাশন), ‘শাহ আবদুল করিম’ (অন্বেষা প্রকাশন), ‘বাউলসম্রাট শাহ আবদুল করিম’ (উৎস প্রকাশন), ‘গণগীতিকার শাহ আবদুল করিম’ (উৎস প্রকাশন) প্রকাশিত হয়।

২০০৭ সালে বাউলের জীবদ্দশায় শাহ আবদুল করিমের জীবন ও কর্মভিত্তিক একটি বই প্রথমবারের মতো প্রকাশিত হয়, ‘শাহ আবদুল করিম সংবর্ধন-গ্রন্থ’ (উৎস প্রকাশন) নামের এই বইটি সম্পাদনা করেন লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ। শিল্পীর চাওয়া অনুযায়ী ২০০৯ সালের ২২ মে সিলেট বিভাগীয় কমিশনার ও খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি ড. জাফর আহমেদ খানের উদ্যোগে বাউল আব্দুল করিমের সমগ্র সৃষ্টিকর্ম নিয়ে গ্রন্থ ‘শাহ আবদুল করিম রচনাসমগ্র’ প্রকাশিত হয় ।

শহরে, গ্রামে ক্রমেই জনপ্রিয় হচ্ছে বাউলসংগীত। সব ধরনের শ্রোতাই মুগ্ধ হয়ে উপভোগ করে বাউল গান। এ গানের অসম্ভব জনপ্রিয়তার পেছনে আছে এর সর্বজনীনতা, গভীর মানবিকতা বোধ। ইউনেসকো যে স্বীকৃতি বাউল গানকে দিয়েছে, তার অধিকাংশ কৃতিত্বই লালন সাঁইয়ের।

মানুষ লালনের গান শুনেই বাউল গান নিয়ে আগ্রহী হয়ে উঠেছে বেশি। ইউনেসকোর স্বীকৃতির সুফল কী জানতে চাইলে তরুণ গবেষক সাইমন জাকারিয়া জানান, এই স্বীকৃতির ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলার বাউল গানের প্রতি আগ্রহ বেড়েছে। এর ফলে বাউল গানের সংরক্ষণ ও প্রসারেরও সুযোগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে এ ব্যাপারে নানামুখী উদ্যোগ নেওয়া যেতে পারে।

বাউল গান বাংলার ঐতিহ্যবাহী লোকায়ত সংগীতের একটি অনন্য ধারা। এটি বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধনগীত। আবহমান বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবন জিজ্ঞাসা একাত্ম হয়ে ফুটে ওঠে বাউল গানে। আরো ফুটে ওঠে সাম্য ও মানবতার বাণী। এ ধারাটি পুষ্ট হয়েছে পঞ্চদশ শতাব্দীর তান্ত্রিক বৌদ্ধ ধর্মের ভাব, রাধাকৃষ্ণবাদ, বৈষ্ণব সহজিয়া তত্ত্ব ও সুফি দর্শনের প্রভাবে। কোনো কোনো ইতিহাসবিদের মতে, বাংলাদেশে বাউল মতের উদ্ভব সতের শতকে। এ মতের প্রবর্তক হলেন আউল চাঁদ ও মাধব বিবি।

আরও দেখুনঃ

মিলন হবে কত দিনে [Milon hobe koto dine]

Leave a Comment