ঘরেতে ভ্রমর এলো লিরিক্স [ Ghorete Vromor Elo Gunguniye ]। রবীন্দ্রনাথ ঠাকুর

ঘরেতে ভ্রমর এলো লিরিক্স [ Ghorete Vromor Elo Gunguniye ]। রবীন্দ্রনাথ ঠাকুর

ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে [ Ghorete Vromor Elo Gunguniye ]
রবীন্দ্রনাথ ঠাকুর
“ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে” এটি একটি রবীন্দ্রসংগীত যা গেয়েছেন লোপামুদ্রা মিত্র । রবীন্দ্রসংগীত হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ও সুরারোপিত গান। বাংলা সংগীতের জগতে এই গানগুলি একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী।

ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে [ Ghorete Vromor Elo Gunguniye ]

গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর

প্রথম রেকর্ডের কন্থশিল্পীঃ লোপামুদ্রা মিত্র 

 

ঘরেতে ভ্রমর এলো লিরিক্স [ Ghorete Vromor Elo Gunguniye ]। রবীন্দ্রনাথ ঠাকুর

Ghorete Vromor Elo Gunguniye lyrics :

ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।

ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।

আমারে কার কথা সে যায় শুনিয়ে।

ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।

ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।

আলোতে কোন্ গগনে মাধবী জাগলো বনে,

আলোতে কোন্ গগনে মাধবী জাগলো বনে

এল সেই ফুল-জাগানোর খবর নিয়ে।

এল সেই ফুল-জাগানোর খবর নিয়ে।

সারা দিন সেই কথা সে যায় শুনিয়ে।

ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।

ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।

কেমনে রহি ঘরে, মন যে কেমন করে-

কেমনে কাটে গো দিন দিন গুনিয়ে।

কেমনে কাটে গো দিন দিন গুনিয়ে।

কী মায়া দেয় বুলায়ে, দিল সব কাজ ভুলায়ে,

কী মায়া দেয় বুলায়ে, দিল সব কাজ ভুলায়ে

বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে।

বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে।

আমারে কার কথা সে যায় শুনিয়ে।

ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।

ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।

আমারে কার কথা সে যায় শুনিয়ে।

ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।

ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।

 

YaifwwriN4BzRFCyqbslL4 ঘরেতে ভ্রমর এলো লিরিক্স [ Ghorete Vromor Elo Gunguniye ]। রবীন্দ্রনাথ ঠাকুর
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

Ghorete Vromor Elo Gunguniye lyrics :

Ghorete bhromor elo gun-guniye
Gharete bhromor elo gun-guniye
Amar e kar kotha se jay shuniye
Gharete bhramor elo gunguniye
Gharete bhramar elo gunguniye

Alo-te kon gogone madhobi jaglo bone
Alo-te kon gogone madhabi jaglo bone
Elo sei ful-jaganor khobor niye
Elo sei phul-jaganor khobor niye
Sharadin sei kotha se jay shuniye
Ghorete bhromor elo gun-guniye

Kemone rohi ghore, mono je kemon kore
kemone kate go din, din guniye
kemone kate go din, din guniye
Ki maya dey bulaye
Dilo shob kaaj bhulaye
Ki maya dey-bulaye
Dilo sob kaaj vulaye
Bela jay gaaner surer jaal buniye
Bela jay ganer shurer jaal buniye
Amar e kar kotha se jay shuniye
Ghorete bhromor elo gunguniye

 

 

 

 

রবীন্দ্রনাথ ঠাকুরঃ

ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে
রবীন্দ্রনাথ ‘ঠাকুর

রবীন্দ্রনাথ ‘ঠাকুর কর্তৃক রচিত ও সুরারোপিত গানকে রবীন্দ্রনাথ সংগীত বলে । রবীন্দ্রনাথ’ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।

রবীন্দ্রনাথ ‘ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর  এবং মাতা ছিলেন সারদাসুন্দরী দেবীরবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।

রবীন্দ্রনাথ ‘ঠাকুর ছিলেন মূলত এক কবি। মাত্র আট বছর বয়সে তিনি কাব্যরচনা শুরু করেন। তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা ৫২। তবে বাঙালি সমাজে তার জনপ্রিয়তা প্রধানত সংগীতস্রষ্টা হিসেবে। রবীন্দ্রনাথ প্রায় দুই হাজার গান লিখেছিলেন। কবিতা ও গান ছাড়াও তিনি ১৩টি উপন্যাস, ৯৫টি ছোটগল্প, ৩৬টি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ এবং ৩৮টি নাটক রচনা করেছিলেন।

এই মহাকবি ৭ আগষ্ট ১৯৪১ সালে ৮০ বছর বয়সে মারা যান । 

লোপামুদ্রা মিত্রঃ

ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে
লোপামুদ্রা মিত্র

লোপামুদ্রা মিত্র হলেন একজন ভারতীয় সঙ্গীত শিল্পী। তিনি মূলত একজন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত এবং আধুনিক বাঙলা গানের শিল্পী ও গীতিকার। লোপামুদ্রা মিত্র ভারতের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই প্রতিপালিত হন। তিনি তাঁর বাবার কাছ থেকেই সর্বপ্রথম গানের শিক্ষা লাভ করেন৷ তারপর তাঁর মা এবং অন্যান্য অনেক বিশিষ্ট শিল্পির কাছ থেকে তিনি সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন ৷

আরও দেখুনঃ 

অবুঝ কালে যার অন্তরে [ Obujh kale jar ontore ]

Leave a Comment