Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

ঘুম লিরিক্স [ Ghum Lyrics ] । অড সিংনেচার । Odd signature । মুনতাসির রাকিব । Moontasir Rakib

ঘুম লিরিক্স [ Ghum Lyrics ]

অড সিংনেচার । Odd signature

মুনতাসির রাকিব । Moontasir Rakib

 

 

ঘুম লিরিক্স [ Ghum Lyrics ] । অড সিংনেচার । Odd signature । মুনতাসির রাকিব । Moontasir Rakib

ঘুম লিরিক্স

খোলা চোখ খানা কর বন্ধ
বাতাসের ঠান্ডা গন্ধ
বয়ে বেড়ায় ঘরেরও বাহিরে
আসো ছোট্ট একটা গান করি

যাতে ঘুম পাড়ানি মাসি এসে পাশে
বসে হাতখানা দিবে কপাল ভরে
ভয় নেই আছি আমি পাশে
হাতখানা ধরে আছি হেসে

কোলেতে আমার মাথা তোমার
অন্ধকার রাত নিশ্চুপ সব
জোনাকির দল আজো জেগে আছে
তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের

হাতে রেখে হাত দেখে ঘড়ি
বসে অপেক্ষা করি
কবে হবে কাল ফুটবে সকাল

আয় ঘুম চুম্বন দে
তার সারা কপালে
যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়
আয় চাঁদমামা কাছে আয়

 

 

যাতে অন্ধকার না হয়
আলোমাখা কপালেতে টিপ টা দে যাতে
কিছু আলোকিত হয় সে যাতে ভয় না পায়

পরী আয় তার দুই হাত ধরে
নিয়ে যা স্বপ্নের খেলাঘরে
যেথা মিলবে তার সুখের ঠিকানা
তারাদল ছুটে আয় এখানে

তার ঘুমখানা যাতে না ভাঙে তাই
নিয়ে যা তাকে স্বর্গের বিছানায়
যদি দেখো সেথা আমায়
বসে গান তোমায় শোনায়

তুমি মিষ্টি এক চুমু খেয়ো মোর গালে
অন্ধকার রাত নিশ্চুপ সব
জোনাকির দল আজো জেগে আছে
তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের

হাতে রেখে হাত দেখে ঘড়ি
বসে অপেক্ষা করি
কবে হবে কাল ফুটবে সকাল

আয় ঘুম চুম্বন দে
তার সারা কপালে
যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়
আয় চাঁদমামা কাছে আয়

যাতে অন্ধকার না হয়
আলোমাখা কপালেতে টিপ টা দে যাতে
কিছু আলোকিত হয় আহা

 

 

Ghum Lyrics

Khola chokh khana koro bondho
Bataser thanda gondho
Boye beray ghorero bahire
Aso chotto ekta gan kori

Jate ghum parani mashi ese pashe
Bose haat khana dibe kopal vore
Voy nei ami achi pase
Haat khana dhore achi hese

Kolete amar matha tomar
Ondhokar raat nischup sob
Jonakir dol ajo jege ache
Tara hoyto opekkhay tomar ghumer

Haate rekhe haat dekhe ghori
Boshe opekkha kori
Kobe hobe kal futbe sokal

 

 

Aye ghum chumbon de
Tar sara kopale
Jate ghum ashe
Sob nishchup hoye jay

Ay chad mama kache ay
Jate ondhokar na hoy
Alomakha kopalete tip ta de jaate
Kichu alokito hoy se jate bhoy na pay

 

ঘুম লিরিক্স [ Ghum Lyrics ] । অড সিংনেচার । Odd signature । মুনতাসির রাকিব । Moontasir Rakib

আরও দেখুনঃ

চাতক বাঁচে লিরিক্স [ Chatok Bache Lyrics ] । লালন শাহ । শফি মন্ডল । Shafi Mondol

 

 

Exit mobile version