Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

চার ছক্কা হই হই লিরিক্স | Char Chokka Hoi Hoi lyrics | T 20

চার ছক্কা হই হই লিরিক্স | Char Chokka Hoi Hoi lyrics : এই গানটি জনপ্রিয় সংগীতশিল্পী, ড্রামবাদক ও শাস্ত্রীয় তবলাবাদক পান্থ কানাই-এর গাওয়া। ২০০১ সালে তাণ্ডব ব্যান্ডের সঙ্গে অ্যালবাম প্রকাশের মাধ্যমে তার সংগীতজীবনের সূচনা ঘটে। প্রাণবন্ত সুর ও আকর্ষণীয় কথার জন্য গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

 

চার ছক্কা হই হই লিরিক্স

তিন ঘণ্টার অ্যাকশন সিক্সটিন
সিক্সটিন
ক্রিকেট ক্রেজি নেশনস, হাউ
এক্সাইটিং
স্টেডিয়াম ওয়েটিং, টেনশান টেনশান
ঢিং ঢিটাং ঢিং ঢিং ঢিং ঢিং ঢিং ঢিং
চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই
চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই
ব্লকবাস্টার কাপ ওয়েটিং কাপ
ওয়েটিং
স্টেডিয়াম শাউটিং বুমবাস্টিং রকিং
নো মোর টিয়ারিং এভরিবডি হিয়ারিং
ব্যাটে বলে জমবে লড়াই খুশির
সীমা নাই
দেখবে দুনিয়া চলবে খেলা একই
সাথে সবাই
নাই নাই বাধা যে নাই
যাই যাই এগিয়ে যাই
চলো সবাই একই সাথে বিজয় নিশান
উড়াই
ঢিং ঢিটাং ঢিং ঢিং ঢিং ঢিং ঢিং ঢিং
চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই
চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই
ব্যাটে বলে রেষারেষি সবই
হবে বেশি বেশি
হারা জেতা রাগারাগি সব
ফূর্তি ভাগাভাগি
এমন নিয়ম ব্লক বাস্টার
কেউ দেখেনি আগে এভার
আমার চোখে দেখে পৃথিবী বাংলাদেশ
ওই জাগে
চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই
চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই
Exit mobile version