চেনা চেনা লাগে [ Chena chena lage ]

চেনা চেনা লাগে [ Chena chena lage ]
লেবেল: স্টুডিও গুরুকুল || [ Studio Gurukul ||
প্রযোজনা: সঙ্গীত গুরুকুল || Music Gurukul ||
কাভার: || সুদিপ্ত শুভ || Sudipto Shuvo ||
তবলা : সুবীর ঘোষ || Subir Ghosh
কিবোর্ড : নন্দন চৌধুরী || Nandan Chowdhury
গীতিকার : ফজল শাহাবুদ্দিন|| Fazal Shahabuddin
মুল শিল্পী : শ্যামল মিত্র || Shyamal Mitra
সুরকার : সত্য সাহা || Satya Saha

 

চেনা চেনা লাগে

চেনা চেনা লাগে তবু অচেনা
ভালোবাস যদি কাছে এসো না।।

আ আ আ…
এলো মেলো পথ চলা
মনে মনে কথা বলা,

আকাশ ভরা স্বপ্ন ঝরা
আকুল করা বেদনা।
ভালোবাস যদি কাছে এসো না।।

তুমি আমি যেন নদী
চলে যাব নিরবধি,

অজানা দেশে যেখানে এসে
আঁধারে মেশে জোছনা।
ভালোবাস যদি কাছে এসো না।।

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চেনা চেনা লাগে

 

চেনা চেনা লাগে [ Chena chena lage ] নিয়ে কভার ঃ

 

Leave a Comment