Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

চৈত্রের কাফন লিরিক্স [ Choitrer Kafon Lyrics ] । অনুপম রায় । Anupam Roy

চৈত্রের কাফন লিরিক্স [ Choitrer Kafon Lyrics ]

অনুপম রায় । Anupam Roy

 

 

অনুপম রায় (ইংরেজি: Anupam Roy) কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতের বাংলা ভাষার সমসাময়িক গায়ক, গীতিকার এবং সুরকার।

২০১০ সালে সৃজিত মুখার্জির অটোগ্রাফ চলচ্চিত্রে “আমাকে আমার মতো থাকতে দাও” ও “বেঁচে থাকার গান” এর মাধ্যমে কলকাতার গানের জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই সৃজনশীল শিল্পীকে।

২০১৫ সালে “পিকু” সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি এবং ছবিটির আবহ সংগীতের জন্য “ফিল্ম ফেয়ার এওয়ার্ড” পান।

 

 

তিনি তুমি যাকে ভালোবাসো গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

অনুপম  জন্মগ্রহণ করেন ২৯ মার্চ ১৯৮২ সালে। তিনি তার প্রাথমিক শিক্ষার ১০ বছর পার করেন কলকাতার সেন্ট.পালস ব্রডিং অ্যান্ড ডে স্কুল এ।

তিনি তার কলেজ জীবন পার করেন বেহালার এমপি বিরলা ফাউন্ডেশন থেকে। অনুপম  কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনেকেশন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন।

তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে গোল্ড মেডেল অর্জন করেন। তিনি টেক্সাস ইনস্ট্রুমেন্টস ব্যাঙ্গালোর, কলকাতা তে ২০০৪ সালের জুলাই থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত এনালগ সার্কিট ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।

অনুপম গানের সবকাজ নিজেই করেন। তার অধিকাংশ গানের ক্ষেত্রেই তিনি নিজেই গান লেখেন, সুর করেন এবং গান গান।

অটোগ্রাফ চলচিত্রে তার গান “আমাকে আমার মতো থাকতে দাও” কে বাংলা ভাষার সেরা গানগুলোর একটি হিসেবে ধরা হয়।

এরপরে চলো পাল্টাই সিনেমায় তার বাড়িয়ে দাও সহ বেশ কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পায়। তবে তার জনপ্রিয়তার বৃহঃস্পতি শুরু হয় বাইশে শ্রাবণ চলচিত্রের মাধ্যমে।

এই চলচ্চিত্রের প্রত্যেকটি গান সুপারহিট হয়। বিশেষ করে রূপঙ্কর বাগচি ও শ্রেয়া ঘোষালের গাওয়া “গভীরে যাও” বছরের সেরা গান নির্বাচিত হয়।

তবে জুড়িদের ভোটে সেরা গান নির্বাচিত হয় অনুপমের গাওয়া একবার বল । তাছাড়া রূপম ইসলামের এই শ্রাবণ ও সপ্তর্ষী মুখোপাধ্যায়ের “যে কটা দিন” দারুণ জনপ্রিয়তা লাভ করে।

 

 

চৈত্রের কাফন লিরিক্স [ Choitrer Kafon Lyrics ] । অনুপম রায় । Anupam Roy

চৈত্রের কাফন লিরিক্স

যে গেছে বনমাঝে চৈত্র বিকেলে
যে গেছে ছায়াপ্রাণ বনবীথিতলে,
যে গেছে ছায়াপ্রাণ বনবীথি তলে।

বন জানে অভিমানে গেছে সে অবহেলে
যে গেছে অশ্রুময় বন-অন্তরালে,
যে গেছে অশ্রুময় বন-অন্তরালে।

আ.. আকাশে কেঁপেছে বাঁশিসুর
আঁচলে উড়েছে ময়ূর,
চলে যাই, বলেছিলো চলে যাই
মহুল তরুর বাহু ছুঁয়ে,
যে গেছে অশ্রুময় বন’অন্তরালে।
সে বুঝি শুয়ে আছে চৈত্রের হলুদ বিকেল
যেখানে চূর্ণ ফুল ঝরে তার আঁচলে,
সেখানে চূর্ণ ফুল ঝরে তার কাফনে।

 

 

Choitrer Kafon Lyrics

Je geche Bono majhe Choitro bikele
Je geche Chaya praan Bono bithi toley
Je geche Chaya praan Bono bithi toley

Bono jaane abhimaane Geche se obohele
Je geche ashru-moy Bono ontoraley
Je geche ashru-moy Bono ontoraley

Akashe kepeche banshi shur
Anchole ureche mayur
Chole jai, bolechilo chole jai
Mahultorur bahu chuye

 

Se bujhi shuye ache Choitrer holud bikele
Jekhane churno-ful Jhorey taar anchole
Sekhane churno-ful Jhorey taar kafone

চৈত্রের কাফন লিরিক্স [ Choitrer Kafon Lyrics ] । অনুপম রায় । Anupam Roy

আরও দেখুনঃ

Exit mobile version