চোখের জলে লিরিক্স,
চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা
শিল্পীঃজুবিন গার্গ
Table of Contents
চোখের জলে লিরিক্স । chokher jole lyrics | zubeen garg
চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা লিরিক্স
চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা
খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা (x2)
তবু তোমার সুখে ব্যাথার জোয়ার
এ বুকে ডাকবো
শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো
আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো।
আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম,
চোখের জলেই দিয়ে যাবো ভালবাসার দাম
তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো
আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো
শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো।
যাকে নিয়ে করলে খেলা, দিলে এই অবহেলা
দেবে সে চাঁদের আলো, ঘনালে সন্ধ্যাবেলা
ও.. যাকে নিয়ে করলে খেলা,
দিলে এই অবহেলা
দেবে সে চাঁদের আলো, ঘনালে সন্ধ্যাবেলা
যদি কারো হৃদয় ভাঙ্গে,
লিখো প্রেম আমার নামে
আমি আজ বিদায় জানালাম..
সুখে থেকো, ভালো থেকো,
সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো
সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো
তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো
শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো
আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো
দেবো না দোষ ছলনায়, ভুলে যাও যদি আমায়
এভাবেই বাসবো ভালো, চিরদিন আমি তোমায়
হো.. দেবো না দোষ ছলনায়,
ভূলে যাও যদি আমায়
এভাবেই বাসবো ভালো, চিরদিন আমি তোমায়
আজও এই স্বপ্ন আশা পেতে চায় ভালবাসা
তবু হায় তোমায় হারালাম..
সুখে থেকো, ভালো থেকো
সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো
সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো
তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো
শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো
আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো।
chokher jole vashiye dilam moner thikana lyrics in english
Chokher Jole Bhasiye Dilam Moner Thikana
Kheyal Srote Chaile Tumi Onno Mohona
Tobu Tomar Shukhe Bather Jower A Buke Dakbo
Shudhu Tomari Thakbo Ami Tomari Thakbo
Amar Buke Likheci Je Shudhu Tomar Naam
Chokher Jolei Diye Jabo Bhalobashar Daam
Tobu Tomar Jonno Moner Duyar Khola Je Rakhbo
Jake Niye Korle Khela Dile Ei Obohela
Debe Sei Chander Alo Ghonalei Sondhya Bela
Jodi Karo Hridoy Bhange Likhho Prem Amar Naame
Ami Aaj Biday Janalam
Sukhe Theko, Valo Theko Dur Theke Chaibo
জুবিন গার্গ:
জুবিন গার্গ (জন্ম: জুবিন বোর্ঠাকুর; ১৮ নভেম্বর ১৯ ১৯৭২) একজন ভারতীয় গায়ক, সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার, সঙ্গীত প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, স্ক্রিপ্ট লেখক এবং সমাজসেবী। জুবিন গার্গকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের “রাজপুত্র” বলা হয়।[১] তিনি মূলত অসমীয়া, বাংলা এবং হিন্দি ভাষার চলচ্চিত্র এবং সঙ্গীত শিল্পের জন্য কাজ করেন এবং গেয়ে থাকেন, তবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী, বোরো, ইংরেজি, গোয়ালপাড়িয়া, কন্নড়, কারবি, খাসি, মালায়ালাম সহ আরও অনেক ভাষা ও উপভাষায় গান করেছেন। মারাঠি, নেপালি, ওড়িয়া, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলুগু, তিওয়া।
তিনি একজন যন্ত্র যন্ত্রও রয়েছেন এবং দোতারা, ড্রামস, গিটার, হারমোনিয়াম, ম্যান্ডোলিন, কীবোর্ড, তবলা এবং বিভিন্ন পার্কিউশন যন্ত্র সহ ১২ টি যন্ত্র বাজান তিনি আসামের সর্বাধিক বেতনের গায়ক। ১৯৯২ সনে জুবিনের প্রথম অসমীয়া এ্যালবাম “অনামিকা” মুক্তি পেয়েছিল। জুবিন ঢোল, ড্রাম, দোতারা, মেন্ডলিন ও ইলেকট্রনিক কি-বোর্ড বাজাতে পারেন।
“শুধু তুমি” বাংলা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করে তিনি শ্রেষ্ঠ সঙ্গীতকারের পুরস্কার লাভ করেছিলেন। হিন্দি “ইয়া আলি” গানের জন্য জুবিন গার্গ গ্ল’বেল ভারতীয় চলচ্চিত্র পুরস্কার ও স্টারডার্ড পুরস্কার লাভ করেছিলেন।