চোখের নজর লিরিক্স [ Chokher Nojor Lyrics ]
সৈয়দ আব্দুল হাদী । Syed Abdul Hadi
সৈয়দ আব্দুল হাদী (জন্ম ১ জুলাই ১৯৪০) বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী। তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০০০ সালে সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক লাভ করেন।
আবদুল হাদী দেশাত্ববোধক গানের জন্য জনপ্রিয়। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি সঙ্গীত করছেন। ১৯৬০ সালে ছাত্রজীবন থেকেই চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন।
১৯৬৪ সালে আবদুল হাদী একক কণ্ঠে প্রথম বাংলা সিনেমায় গান করেন। সিনেমার নাম ছিল ‘ডাকবাবু’। মো. মনিরুজ্জামানের রচনায় সঙ্গীত পরিচালক আলী হোসেনের সুরে একটি গানের মাধ্যমে সৈয়দ আবদুল হাদীর চলচ্চিত্রে যাত্রা শুরু।
চোখের নজর লিরিক্স [ Chokher Nojor Lyrics ] । সৈয়দ আব্দুল হাদী । Syed Abdul Hadi
চোখের নজর লিরিক্স
চোক্ষের নজর এমনি কইরা
একদিন খইয়া যাবে
জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
একদিন খইয়া যাবে
জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে, ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
তাই রইয়া যাবে, ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
চোক্ষের নজর এমনি কইরা
একদিন খইয়া যাবে
জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
একদিন খইয়া যাবে
জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে, ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে, ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
![চোখের নজর লিরিক্স [ Chokher Nojor Lyrics ] । সৈয়দ আব্দুল হাদী । Syed Abdul Hadi 3 চোখের নজর লিরিক্স [ Chokher Nojor Lyrics ] । সৈয়দ আব্দুল হাদী । Syed Abdul Hadi](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-99-7-300x157.jpg)
তাই রইয়া যাবে
সকল কথার মরণ হইলে
হৃদয় কথা কয়
সেই কথাও চোখের কাছে
নয়রে গোপন নয়
হৃদয় কথা কয়
সেই কথাও চোখের কাছে
নয়রে গোপন নয়
চোক্ষেরই নাম আরশিনগর
একে একে মনের খবর
চোক্ষেরই নাম আরশিনগর
একে একে মনের খবর
সে তো কইয়া যাবে
একে একে মনের খবর
চোক্ষেরই নাম আরশিনগর
একে একে মনের খবর
সে তো কইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে, ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
তাই রইয়া যাবে, ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
চোক্ষের নজর এমনি কইরা
একদিন খইয়া যাবে
জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
একদিন খইয়া যাবে
জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে, ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
তাই রইয়া যাবে, ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
এই চক্ষুতেই রোদ্রে উঠে
আবার উঠে ঝড়
এই চক্ষুই আপন করে
আবার করে পর
আবার উঠে ঝড়
এই চক্ষুই আপন করে
আবার করে পর
চোক্ষে যদি কেউ না তাকায়
দুঃখ দিয়া যায় চইলা যায়
চোক্ষে যদি কেউ না তাকায়
দুঃখ দিয়া যায় চইলা যায়
সেও সইয়া যাবে
দুঃখ দিয়া যায় চইলা যায়
চোক্ষে যদি কেউ না তাকায়
দুঃখ দিয়া যায় চইলা যায়
সেও সইয়া যাবে
![চোখের নজর লিরিক্স [ Chokher Nojor Lyrics ] । সৈয়দ আব্দুল হাদী । Syed Abdul Hadi 4 চোখের নজর লিরিক্স [ Chokher Nojor Lyrics ] । সৈয়দ আব্দুল হাদী । Syed Abdul Hadi](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-97-12-300x157.jpg)
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে, ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
তাই রইয়া যাবে, ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
চোক্ষের নজর এমনি কইরা
একদিন খইয়া যাবে
জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
একদিন খইয়া যাবে
জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে, ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
তাই রইয়া যাবে, ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
আরও দেখুনঃ