চোখ বুঝিলে দুনিয়া আন্ধার (2012) [ Chokh Bujhle Duniya Andhar ]

চোখ বুঝিলে দুনিয়া আন্ধার
সৈয়দ আব্দুল হাদী

“চোখ বুঝিলে দুনিয়া আন্ধার” গানটি গেয়েছেন বাংলাদেশ এর সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী । ২০০০ সালে সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক লাভ করেন।

চোখ বুঝিলে দুনিয়া আন্ধার [ Chokh Bujhle Duniya Andhar ]

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী

চোখ বুঝিলে দুনিয়া আন্ধার [ Chokh Bujhle Duniya Andhar ]

চোখ বুঝিলে দুনিয়া আন্ধার, হায়রে!

চোখ বুঝিলে দুনিয়া আন্ধার
কিসের বাড়ি, কিসের ঘর?
কিসের সংসার?
চোখ বুঝিলে দুনিয়া আন্ধার

হায়রে! চোখ বুঝিলে দুনিয়া আন্ধার

ছয়টি রিপুর কুমন্ত্রণায়,

মত্ত রইলাম ভবের মায়ায়
করলাম শুধু লাভেরও কারবার

চোখ বুঝিলে দুনিয়া আন্ধার
সৈয়দ আব্দুল হাদী

ছয়টি রিপুর কুমন্ত্রণায়,
মত্ত রইলাম ভবের মায়ায়
করলাম শুধু লাভেরও কারবার

আইলে ভবে যাইতে হবে,

ভাবলাম না একবার
চোখ বুজিলেই দুনিয়া আন্ধার
হায়রে, চোখ বুজিলেই দুনিয়া আন্ধার

গড়লো দেহ যে কারিগর,
রাখলাম না তার কোন খবর
হেলায় ফেলায় দিন গেল আমার

গড়লো দেহ যে কারিগর,
রাখলাম না তার কোন খবর
হেলায় ফেলায় দিন গেল আমার

শেষ বিচারের আদালতে
কেমনে পাবো পার?

চোখ বুজিলেই দুনিয়া আন্ধার

হায়রে, চোখ বুজিলেই দুনিয়া আন্ধার

কিসের বাড়ি, কিসের ঘর?

কিসের সংসার?

চোখ বুজিলেই দুনিয়া আন্ধার

হায়রে! চোখ বুজিলেই দুনিয়া আন্ধার।।

সৈয়দ আব্দুল হাদীঃ

hadi 2007010307 e1645870537790 চোখ বুঝিলে দুনিয়া আন্ধার (2012) [ Chokh Bujhle Duniya Andhar ]
সৈয়দ আব্দুল হাদী

চোখ বুঝিলে দুনিয়া আন্ধার গানের গায়ক সৈয়দ আব্দুল হাদী ১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বেড়ে উঠেছেন আগরতলা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং কলকাতায়। তবে তার কলেজ জীবন কেটেছে রংপুর আর ঢাকায়।

সৈয়দ আবদুল হাদী দেশাত্ববোধক গানের জন্য জনপ্রিয়। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি সঙ্গীত করছেন। ১৯৬০ সালে ছাত্রজীবন থেকেই চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন। ১৯৬৪ সালে সৈয়দ আবদুল হাদী একক কণ্ঠে প্রথম বাংলা সিনেমায় গান করেন। সিনেমার নাম ছিল ‘ডাকবাবু’। মো. মনিরুজ্জামানের রচনায় সঙ্গীত পরিচালক আলী হোসেনের সুরে একটি গানের মাধ্যমে সৈয়দ আবদুল হাদীর চলচ্চিত্রে যাত্রা শুরু।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয় সৈয়দ আবদুল হাদীর প্রথম রবীন্দ্র সংগীতের একক অ্যালবাম ‘যখন ভাঙলো মিলন মেলা’। সৈয়দ আবদুল হাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে অনার্স পড়ার সময় সুবল দাস, পি.সি গোমেজ, আবদুল আহাদ, আবদুল লতিফ প্রমুখ তাকে গান শেখার ক্ষেত্রে সহায়তা ও উৎসাহ যুগিয়েছেন।

আরও দেখুনঃ 

Leave a Comment