চোখ লিরিক্স,
গানটি তে কণ্ঠ দিয়েছেন মিনার রহমান ।মিনার রহমান (জন্ম: ২৬ ডিসেম্বর, ১৯৯২) যিনি মিনার নামেই অধিক পরিচিত, একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার ও কার্টুনিস্ট।
Table of Contents
চোখ লিরিক্স | chokh lyrics | minar rahman
চোখ মিনার লিরিক্স
আমি তোর চোখের দিকে তাকিয়ে
কিছু বলতে চায় তোকে
আমি তোর মনটা ছুয়ে স্বপ্ন দিয়ে
আঁকবো যে তোকে
আমি তোর চোখের দিকে তাকিয়ে
কিছু বলতে চায় তোকে
আমি তোর মনটা ছুয়ে স্বপ্ন দিয়ে
আঁকবো যে তোকে
তুই থাকলে রাজি, ধরবো বাজি
কোনো কিছু না ভেবে
তুই থাকলে রাজি, ধরবো বাজি
কোনো কিছু না ভেবে
ও একটু নয় অনেক বেশি
ভালোবাসি তোকে
ও একটু নয় অনেক বেশি
ভালোবাসি তোকে
তুই তাকালে মেঘের পালে
ডানা মেলে উড়ে গ্নগ-চিল
তোর ইশারায় দিচ্ছে সাড়া
হৃদয় সুখে অন্তমিল
তুই তাকালে মেঘের পালে
ডানা মেলে উড়ে গ্নগ-চিল
তোর ইশারায় দিচ্ছে সাড়া
হৃদয় সুখে অন্তমিল
তুই থাকলে রাজি, ধরবো বাজি
কোনো কিছু না ভেবে
তুই থাকলে রাজি, ধরবো বাজি
কোনো কিছু না ভেবে
ও একটু নয় অনেক বেশি
ভালোবাসি তোকে
ও একটু নয় অনেক বেশি
ভালোবাসি তোকে
খুব আদরে রাত্রি ভরে
ইচ্ছে গুলো হচ্ছে নিখোজ
জানা-শোনা তোর বায়না
আনমনা হয় আমি অবুজ
খুব আদরে রাত্রি ভরে
ইচ্ছে গুলো হচ্ছে নিখোজ
জানা-শোনা তোর বায়না
আনমনা হয় আমি অবুজ
ওওও…
তুই থাকলে রাজি, ধরবো বাজি
কোনো কিছু না ভেবে
তুই থাকলে রাজি, ধরবো বাজি
কোনো কিছু না ভেবে
ও একটু নয় অনেক বেশি
ভালোবাসি তোকে
ও একটু নয় অনেক বেশি
ভালোবাসি তোকে…!!!
chokh minar lyrics in english
Ami Tor Chokher Dike Takiye
Kichu Bolte Chai Toke
Ami Tor Mon-Ta Chuye Shopno Diye
Ankbo Je Toke
Ami Tor Chokher Dike Takiye
Kichu Bolte Chai Toke
Ami Tor Mon-Ta Chuye Shopno Diye
Ankbo Je Toke
Tui Thakle Raji, Dhorbo Baji
Kono Kichu Na Bhebe
Tui Thakle Raji, Dhorbo Baji
Kono Kichu Na Bhebe
O Ektu Noy Onek Beshi
Bhalobashi Tokey
O Ektu Noy Onek Beshi
Bhalobashi Tokey
Tui Takale Megher Paale
Dana Mele Urey Gang-Chill
Tor Ishara Dicche Sara
Hridoy Sukher Onto-Mill
Tui Takale Megher Paale
Dana Mele Urey Gang-Chill
Tor Ishara Dicche Sara
Hridoy Sukher Onto-Mill
Tui Thakle Raji, Dhorbo Baji
Kono Kichu Na Bhebe
Tui Thakle Raji, Dhorbo Baji
Kono Kichu Na Bhebe
O Ektu Noy Onek Beshi
Bhalobashi Tokey
O Ektu Noy Onek Beshi
Bhalobashi Tokey
Khub Odure Raatri Bhore
Ichche Gulo Hocche Nikhoj
Jana-Shona Tor Baayna
Aanmona Hoi Ami Obuj
Khub Odure Raatri Bhore
Ichche Gulo Hocche Nikhoj
Jana-Shona Tor Baayna
Aanmona Hoi Ami Obuj
Ooo…
Tui Thakle Raji, Dhorbo Baji
Kono Kichu Na Bhebe
Tui Thakle Raji, Dhorbo Baji
Kono Kichu Na Bhebe
O Ektu Noy Onek Beshi
Bhalobashi Tokey
O Ektu Noy Onek Beshi
Bhalobashi Tokey…!!!

মিনার রহমান:
তিনি অন্য যে কোনো পরিচয়ের চেয়ে সঙ্গীতশিল্পী হিসেবেই তার পরিচিতি ও জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বাংলাদেশে যে কজন তরুণ সঙ্গীতশিল্পী সঙ্গীতে নিজস্ব ধারা তৈরি করেছেন, মিনার রহমান তাদের অন্যতম
মিনার ঢাকার বাসাবোতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস চট্টগ্রামে। তার পিতা মোহাম্মদ আজহারুল ইসলামে এবং মা নীলুফা ইয়াসমিন। [২] ছয় ভাই বোনের মধ্যে তিনি একমাত্র ভাই ও সবার ছোট।

আরও দেখুনঃ