Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

ছেঁড়া স্বপ্ন লিরিক্স [ Chera Shopno Lyrics ] । অর্থহীন । Aurthohin

ছেঁড়া স্বপ্ন লিরিক্স [ Chera Shopno Lyrics ]

অর্থহীন । Aurthohin

 

 

অর্থহীন বাংলাদেশের অন্যতম একটি ব্যান্ড। এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং দলনেতা সুমন। ১৯৯৯ সালে শুরু হওয়া এই ব্যান্ডের এখন পর্যন্ত ৭টি অ্যালবাম প্রকাশিত হয়েছে।

তাদের প্রথম অ্যালবাম ত্রিমাত্রিক প্রকাশিত হয় ২০০০ সালের এপ্রিল মাসে। শুরু থেকেই অত্যন্ত জনপ্রিয় এই ব্যান্ডের সবগুলো অ্যালবামই বেস্ট সেলিং হয়েছে।

এখন পর্যন্ত তাদের শেষ অ্যালবাম ক্যানসারের নিশিকাব্য প্রকাশিত হয় ২০১৬ সালে। মূলত রক ব্যান্ড হলেও তারা এখন হেভি মেটাল গানও করছে।

 

 

ছেঁড়া স্বপ্ন লিরিক্স [ Chera Shopno Lyrics ] । অর্থহীন । Aurthohin

 

ছেঁড়া স্বপ্ন লিরিক্স

 

পারবে আমায় এনে দিতে একটুকরো চাঁদের মাটি
কিংবা হিমালয়ের চূড়ার একটুখানি বরফ
নীল আকাশে ভেসে যাওয়া একটুকরো সাদা মেঘ
কিংবা আধাঁর রাতের তারায় লিখা একটি হরফ
পারবে দিতে নিকষ কালো অন্ধকারে সূর্যালোক
কিংবা দিতে নতুন একটি আমার সোনার বাংলাদেশ
মরুভূমির মাঝে কোন বিশাল এক নীল সাগর
কিংবা বলতে, কোথায় ঐ দূর আকাশের শেষ
চাওয়াগুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোঁয়া অকেজো এক ঝাপসা মুখ
তবুও আমার শ্যওলা ধরা প্রায় ছেড়া এই মনটাতে
করছে কেউ আবোলতাবোল অন্য রকম অনুরোধ
পারবে দিতে সেগভিয়ার মিষ্টি ঐ হাত দু’টো
কিংবা সত্যজিতের লেখা নতুন কোনো এক গল্প
পারবে দিতে পিকাসোর হাতে লেখা সিম্ফোনি
কিংবা মোজার্টের আঁকা কোনো ছবির রংতুলি
পারবে দেখাতে আমায় ব্যর্থতার ব্যর্থ মুখ
নিঃস্ব কোনো মানুষের শেষ যাত্রায় হাসিমুখ
চাওয়াগুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোঁয়া অকেজো এক ঝাপসা মুখ
তবুও আমার শ্যওলা ধরা প্রায় ছেড়া এই মনটাতে
করছে কেউ আবোলতাবোল অন্য রকম অনুরোধ
চাওয়াগুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোঁয়া অকেজো এক ঝাপসা মুখ
তবুও আমার শ্যওলা ধরা প্রায় ছেড়া এই মনটাতে
করছে কেউ আবোল তাবোল অন্য রকম অনুরোধ
চাইবো শুধু দুটি জিনিষ যদি তুমি পারো দিতে
চুপিসারে রেখে যেও যখন আমি ঘুমিয়ে
পারবে আমায় ফিরিয়ে দিতে রুপক নামের গানটারে
আর আমার গানের গলা, যা গেছে কাল হারিয়ে
হারিয়ে

আরও দেখুনঃ
অনুভুতি লিরিক্স [ Onubhuti Lyrics ] । Charpoka । Imran Hossen Emu
Exit mobile version