জড়োয়ার ঝুমকো থেকে [ Joroar Jhumku Theke ]

“জড়োয়ার ঝুমকো থেকে” গানটি মান্না দের একক অ্যালবাম চয়নিকা থেকে নেয়া হয়েছে । মান্না দে ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সংগীত শিল্পী এবং সুরকারদের একজন।

জড়োয়ার ঝুমকো থেকে [ Joroar Jhumku Theke ]

গীতিকারঃ মান্না দে

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ মান্না দে

জড়োয়ার ঝুমকো থেকে [ Joroar Jhumku Theke ]

জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে
খসে পড়েছে
আমি কুড়িয়ে নিয়েছি আমি
কুড়িয়ে নিয়েছি
যদি এই মুক্তোর আংটি পড়ি
এই মুক্তোর আংটি পড়ি
করবে তুমি কি?
জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে
খসে পড়েছেসকলেই দেখবে আমার অনামিকার
অপরূপ একটি মতির হাজার বাহার
সকলেই দেখবে আমার অনামিকারঅপরূপ একটি মতির হাজার বাহার
যদি কেউ
যদি কেউ প্রশ্ন করে “কোথায় পেলে”
তখন… বলবো আমি কি?
জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে
খসে পড়েছে

জহুরী নাই বা হলো
অনেকেই চেনে জহর
তারা তো করবে আমার
আসলেই মতির কদর
কতোদিন বোবা সেজে মুখটি বুজে
থাকতে পারবো আমি জানি না যে
কতোদিন বোবা সেজে মুখটি বুজে
থাকতে পারবো আমি জানি না যে
একদিন…
একদিন…
একদিন ফাঁস তো হবেই সবার কাছে
আমার আসল কথাটি

জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে
খসে পড়েছে

 

 

 

 

Leave a Comment