জন্ম আমার ধন্য হলো লিরিক্স | jonmo amr dhonno holo lyrics | সাবিনা ইয়াসমিন
সাবিনা ইয়াসমিন একজন বাংলাদেশি নেপথ্য সঙ্গীতশিল্পী। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
জন্ম আমার ধন্য হলো লিরিক্স
কন্ঠশিল্পীঃ সাবিনা ইয়াসমিন

জন্ম আমার ধন্য হলো
জন্ম আমার ধন্য হলো মাগো
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো
জন্ম আমার ধন্য হলো, মাগো
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো
তোমার কথায় হাসতে পারি
তোমার কথায় কাঁদতে পারি
তোমার কথায় হাসতে পারি
তোমার কথায় কাঁদতে পারি
মরতে পারি তোমার বুকে
মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো আমায়
বুকে যদি রাখো, মাগো
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো
জন্ম আমার ধন্য হলো, মাগো
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো
তোমার কথায় কথা বলি পাখির গানের মতো
তোমার দেখায় বিশ্ব দেখি, বর্ণ কত শত
তোমার কথায় কথা বলি পাখির গানের মতো
তোমার দেখায় বিশ্ব দেখি, বর্ণ কত শত
তুমি আমার…
তুমি আমার খেলার পুতুল
তুমি আমার খেলার পুতুল
আমার পাশেই থাকো, মাগো
আমার পাশেই থাকো, মাগো
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো
তোমার প্রেমে, তোমার গন্ধে পরান ভরে রাখি
এই তো আমার জীবন-মরণ, এমনি যেন থাকি
তোমার প্রেমে, তোমার গন্ধে পরান ভরে রাখি
এই তো আমার জীবন-মরণ, এমনি যেন থাকি
বুকে তোমার…
বুকে তোমার ঘুমিয়ে গেলে
বুকে তোমার ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো আমায়
জাগিয়ে দিও নাকো, মাগো
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো
জন্ম আমার ধন্য হলো, মাগো
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো
জন্ম আমার ধন্য হলো, মাগো
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো

jonmo amr dhonno holo lyrics in english
Jonmo amar dhonno holo mago
Emon kore akul hoye
Amay tumi dako (2)
Tomar kothay haste pari Tomar kathay kadte pari (2)
Morte pari tomar buke
Buke jodi rakho amay
Bukei jodi rakho mago
Amon kore akul hoye
Amay tumi dako