জাকিয়া সুলতানা কর্ণিয়া । বাংলাদেশী সঙ্গীতশিল্পী

জাকিয়া সুলতানা কর্ণিয়া বাংলাদেশী সঙ্গীতশিল্পী। তিনি ২০১২ সালে অনুষ্ঠিত চ্যানেল নাইন-এর পাওয়ার ভয়েস প্রতিযোগিতায় রানার্স আপ হন।

জাকিয়া সুলতানা কর্ণিয়া । বাংলাদেশী সঙ্গীতশিল্পী

শৈশব ও পড়ালেখা

জাকিয়া সুলতানা কর্নিয়া জন্ম গ্রহণ করেন ৮ই মে ১৯৮৯ সালে মাগুরা জেলা।তার পৈত্রিক বাড়ি ঝিনাইদহ। তার বাবা আবু বকর মা সেলিনা আক্তার।তার বাবার চাকরি সুত্রে ঢাকা তেই বেড়ে উঠেছেন।মাধ্যমিক পড়া-লেখা করেছেন বিএএফ শাহীন কলেজ, উচ্চ মাধ্যমিক পড়েছেন আইডিয়াল কমার্স কলেজ থেকে। বিবিএ করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে।

সংগীত জীবন

তার গানের অ আ শিক্ষা তার মায়ের নিকট হতে।এর পর ষষ্ঠ শ্রেণীতে টিটু সিহাব এর কাছে গান শিখেন।এর পর সঙ্গীত কে আরো জোড়ালো করতে ছায়ানট এ ভর্তি হন, তারপর ওস্তাদ সঞ্জীব দের কাছে ক্ল্যাসিকসহ সব ধরনের গানের তালিম নিয়েছেন।এর পর বিভিন্ন সময় স্টেজ শো তে গান গাইতেন। এর পর চ্যানেল নাইন এ পাওয়ার ভয়েস ২০১২ তে অংশগ্রহণ করে রানার্সআপ হন তার পর হতে একের পর এক গান করতে থাকেন।এর পর হতে আসিফ আকবর  , আরেফিন রুমি  বেলাল খান সহ অনেকের সাথেই সংগীত গেয়েছেন।মিক্সড অ্যালবাম, ডুয়েট গান ও ১৫ এর ও অধিক চলচিত্রে গান গেয়েছেন।

জাকিয়া সুলতানা কর্ণিয়া । বাংলাদেশী সঙ্গীতশিল্পী

কলাবাগানের লেক সার্কাস ডলফিন গলিতে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘ইন্সপায়ার মিউজিক একাডেমি ও ইন্সপায়ার মিউজিক স্টুডিও’। এখানে যেকোনো বয়সের মানুষ সংগীতবিষয়ক শিক্ষা নিতে পারবেন। ভোকাল ট্রেনিং থেকে শুরু করে ড্রাম, পিয়ানো, গিটারসহ অন্যান্য যন্ত্র বাজানো শেখানো হবে এখানে।

জাকিয়া সুলতানা কর্ণিয়ার গাওয়া সর্বশেষ মুক্তিপ্রাপ্ত গান ‘ফেলে আসা’। গানটির কথা লিখেছেন নির্ঝর চৌধুরী। সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল ও জন। গানটির ভিডিওতেও পারফর্ম করেছেন কর্ণিয়া।

ব্যাক্তিগত জীবন

মিউজিশিয়ান নাবিল সালাউদ্দিনকে বিয়ে করেছেন এই গায়িকা।কর্ণিয়ার স্বামী নাবিল এসএস ব্যান্ডের প্র‌তিষ্ঠাতা। তিনি আর্ক ও প্রমিথিউসসহ বেশকিছু ব্যান্ডের সঙ্গে কাজ করছেন।

জাকিয়া সুলতানা কর্ণিয়া । বাংলাদেশী সঙ্গীতশিল্পী

গান সমূহ

জাকিয়া সুলতানা কর্ণিয়ার গানের জীবনে পপ সঙ্গীত রক সঙ্গীত ক্লাসিক সহ অনেক ধরনের গান গেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল পাওয়ার স্টোর, তোমার হাসি, একবার ছুয়ে যা হ্রদয়, কি করে তোকে বুজাই, এলোমেলো জীবন, মেঘ বলছি, যত ভালবাসি, তারায় তারায়, মন খারাপের দিন, বাংলাদেশ, হিরো, বৈশাখের গান, প্রেমের খেলা, লাগ ভেলকি, তোমায়, তুই সে ভালো থাক, ইত্যাদি।

আরও দেখুনঃ

Leave a Comment