জাদুকর লিরিক্স | jadukor lyrics | shironamhin | শিরনামহীন

জাদুকর লিরিক্স | jadukor lyrics | shironamhin | শিরনামহীন

শিরোনামহীন ১৯৯৬ সালে গঠিত ঢাকা ভিত্তিক বাংলা রক ব্যান্ড। ১৯৯০-এর দশকের শেষের দিকে ঢাকার আন্ডারগ্রাউন্ড সঙ্গীত থেকে উঠে এসে প্রোগ্রেসিভ রক, সাইকেডেলিক রক এবং লোক ধাঁচের সঙ্গীতের জন্য তারা খ্যাতি অর্জন করে। গানের দর্শন, সুর এবং জনবহুল সরাসরি পরিবেশনার জন্য দলটি বাংলা প্রোগ্রেসিভ রক ধারার শীর্ষস্থানীয় ব্যান্ডগুলির একটি হয়ে ওঠে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্থাপত্য প্রকৌশল বিষয়ে অধ্যয়নকালে জুয়েলের সঙ্গে পরিচত ছিলেন জিয়াউর রহমান জিয়া। ইতোপূর্বে জিয়া ১৯৯২ গঠিত থ্র্যাশোল্ড নামের একটি থ্রাশ মেটাল ঘরানার ব্যান্ডে বাজাতেন। নব্বইয়ের দশকের মাঝামাঝি বুলবুল হাসানের সাথে জিয়ার সাক্ষাত ঘটে। বুলবুল সে সময় ছায়ানটে অধ্যয়নরত।[২] ১৯৯৬ সালে তারা তিনজন মিলে একটি ব্যান্ড গঠন করেন। মূল কণ্ঠে বুলবুল এবং গিটারে জুয়েল ও জিয়া মিলে প্রথমদিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় আঙিনা, টিএসসি, মধুর ক্যান্টিন, হাকিম চত্বর, আর্টস ক্যাফেটেরিয়া এবং কাছাকাছি জনাকীর্ণ স্থানে ঘরোয়া পরিবেশনে অংশ নিতে থাকে। শুরু থেকেই গান লেখা আর সুর করতেন জিয়া।

জাদুকর লিরিক্স

ব্যান্ডঃ শিরনামহীন

 

 

জাদুকর লিরিক্স | jadukor lyrics | shironamhin | শিরনামহীন

 

 

কোনো এক ভোরে মুখোশের জাদুকর
কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর
বিপন্ন, বিষন্ন, তবু হার মেনে নিতে নয়
যুদ্ধ বা সন্ধিই পরিচয়।
হারাইনি, খুন হয়েছি জাদুকর
ভেঙেছি, তবু নতজানু বসে নেই, জাদুকর
শূন্য করিডোরে পদচিহ্ন রেখে যাই
আগামীর বার্তা জানাই।
হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি
যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে,
বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায়
রহস্য আমায় ভাবায়।
ভাবছো তুমি চুপচাপ শহরে
গ্রাফিতি আঁকা দেয়াল জুড়ে
রক্তের দাগ ছড়িয়ে দেবে নিয়তির শরীরে,
বুকের পাঁজরে।
হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি
যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে,
বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায়
রহস্য আমায় ভাবায়।
কোনো এক ভোরে মুখোশের জাদুকর
কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর…
জাদুকর লিরিক্স | jadukor lyrics | shironamhin | শিরনামহীন

jadukor lyrics in english

 

জাদুকর লিরিক্স | jadukor lyrics | shironamhin | শিরনামহীন

 

Kono ek bhore mukhosher jadukor
Kono oboshore chupi-chupi bish dath,
Tarpor biponno, bishonno
Tobu haar mene nite noy
Juddho ba sondhi porichoy…
Haraini, Khun hoyechi jadukor
Vengechi Tobu notojanu boshe nei jadukor
Shunno coridor-e podo-chinnho rekhe jai
Agamir barta janai
Haat baralei shudhu ullash-dhoni
Jeno klanto, jonota, bhuler michile
Bibhranto jadukor hariye jaay
Rohossho amay bhabay
Vabcho tumi chup-chaap shohore
Graffiti anka dewal jure
Rokter daag choriye debe niyotir sorire
Buker panjore
Haat baralei shudhu ullash-dhoni
Jeno klanto, jonota, vuler michile
Bibhranto jadukor hariye jaay
Rohossho amay vabay
Kono ek bhore mukhosher jadukor
Kono oboshore chupi-chupi bish dath,
Tarpor
জাদুকর লিরিক্স | jadukor lyrics | shironamhin | শিরনামহীন

Leave a Comment