জানি পাবোনা লিরিক্স | Jani pabo na lyrics | ইমরান মাহমুদুল। সিঁথি সরকার
জানি পাবোনা লিরিক্স | Jani pabo na lyrics | গানটি গেয়েছেন ইমরান এবং সিঁথি।
Table of Contents
জানি পাবোনা লিরিক্স | Jani pabo na lyrics | ইমরান মাহমুদুল। সিঁথি সরকার
জানি পাবোনা লিরিক্স :
পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙে যাওয়া এই ভালোবাসার ।
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যাথার ।
আর কি কখনো একফোঁটা স্বপ্ন
সাহসটা পাবো দেখার জন্য,
জানি পাবোনা, জানি পাবোনা ।
পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙে যাওয়া এই ভালোবাসার ।
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যাথার ।
চলতে গিয়ে পথে যদি আবার
দেখা হয়ে যায় তোমার আমার ।
মুখ ফিরিয়ে চলে যাবে জানি
হয়তো পাশে থাকবে কেউ আর ।
তোমাকে ছোঁয়ার আর অধিকার
জানি পাবোনা, জানি পাবোনা ।
পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙ্গে যাওয়া এই ভালোবাসার ।
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যাথার ।
যে হাত তোমার ছোঁয়ায় মাখা
অন্য হাতে তা যায় কি রাখা?
বাকিটা জীবন হবে যে তাই
তুমি হীনা একা থাকা ।
পাশাপাশি চলার অধিকার
জানি পাবোনা, জানি পাবোনা ।
পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙ্গে যাওয়া এই ভালোবাসার ।
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যাথার ।
আর কি কখনো একফোঁটা স্বপ্ন
সাহসটা পাবো দেখার জন্য ।
জানি পাবোনা, জানি পাবোনা ।
পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙে যাওয়া এই ভালোবাসার ।
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যাথার ।
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
Jani pabo na lyrics in English :
Peye haralam debe ke dam
Bhege jaoa ei bhalobashar.
Thakbe hridoye bisfora hoye
Boye berabo jontrona bethar.
Aar ki kokhono ekfota shopno
Sahasta pabo dekhar jonno
Jani pabona Jani pabona .
Peye haralam debe ke dam
Bhege jaoa ei bhalobashar.
Thakbe hridoye bisfora hoye
Boye berabo jontrona bethar.
cholte giye pathe jodi aber
Dekha hoye jaay tomar amar.
Mikh firiye chole jabe jani
Hoyto pashe thakbe keu aar.
Tomake choyar aar adhikar
Jani pabona Jani pabona .
Peye haralam debe ke dam
Bhege jaoa ei bhalobashar.
Thakbe hridoye bisfora hoye
Boye berabo jontrona bethar.
Je haat tomar choyay makha
Onno haate ta jaay ki rakha?
Bakita jibon hobe je tai
Tumi hina eka thaka.
Pashapashi cholar adhikar
Jani pabona Jani pabona .
Peye haralam debe ke dam
Bhege jaoa ei bhalobashar.
Thakbe hridoye bisfora hoye
Boye berabo jontrona bethar.
Aar ki kokhono ekfota shopno
Sahasta pabo dekhar jonno
Jani pabona Jani pabona .
Peye haralam debe ke dam
Bhege jaoa ei bhalobashar.
Thakbe hridoye bisfora hoye
Boye berabo jontrona bethar.
ইমরান মাহমুদুল- Imran Mahmudul
ইমরান মাহমুদুল:
ইমরান মাহমুদুল হচ্ছেন একজন বাংলাদেশী গীতিকার ও নেপথ্য গায়ক, যিনি অনেকগুলো ভিন্ন অ্যালবাম ও চলচ্চিত্রের জন্য গান পরিবেশন করেছেন। তিনি ২০০৮ চ্যানেল-আই সেরা কণ্ঠে প্রথম-রানার্স আপ হয়েছিলেন। তিনি বসগিরি (২০১৬) চলচ্চিত্রের “দিল দিল দিল”, পোড়ামন ২ (২০১৮) চলচ্চিত্রের “ওহে শ্যাম”, এবং বিশ্বসুন্দরী (২০১৯) চলচ্চিত্রের “তুই কি আমার হবি রে” গানের জন্য শ্রেষ্ঠ গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।
ইমরান আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। চ্যানেল আই সেরা কন্ঠ-২০০৮ এর জন্য তিনি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।
২০০৮-এ সাবিনা ইয়াসমিনের সঙ্গে “ভালবাসার লাল গোলাপ” চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। তিনি আরও “চ্যানেল আই সেরাকন্ঠ” এর আরেকজন প্রতিযোগী “শারমিন” এর সঙ্গে “রংধনু” নামের একটি মিশ্র অ্যালবামে গান পরিবেশন করেন। তার প্রথম স্টুডিও অ্যালবাম হচ্ছে “স্বপ্নলোকে” যেটি রচনা করেছেন আরেফিন রুমি, মাহমুদ সানি এবং তিনি নিজে। সাবিনা ইয়াসমিন, নিজু, এবং সাবরিনা পড়শী ও তারসঙ্গে এই অ্যালবামে কাজ করেছেন।