Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

জীবনানন্দ হয়ে সংসারে [ Jibonanondo hoye songsare ] | নিয়াজ মোহাম্মদ চৌধুরী

জীবনানন্দ হয়ে সংসারে [ Jibonanondo hoye songsare ] | নিয়াজ মোহাম্মদ চৌধুরী

ওসমান শওকত
জীবনানন্দ হয়ে সংসারে” গানটি গেয়ছেন নিয়াজ মোহাম্মদ ‘চৌধুরী লিখেছেন শওকত ওসমান বাবু । শওকত ওসমান বিংশ শতাব্দীর বাংলাদেশের একজন স্বনামখ্যাত লেখক ও কথাসাহিত্যিক। 

জীবনানন্দ হয়ে সংসারে [ Jibonanondo hoye songsare ] | নিয়াজ মোহাম্মদ চৌধুরী

গীতিকারঃ শওকত ওসমান বাবু

সুরকারঃ শেখ সাদী খান 

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ  নিয়াজ মোহাম্মদ চৌধুরী

জীবনানন্দ হয়ে সংসারে লিরিক্স :

জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি
সবকিছু ভুলে যেন করি লেনদেন
তুমিও তো বেশ আছ,ভালোই আছ,
কবিতায় পড়া সেই বনলতা সেন(হায়)।।
জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি।
টানা টানা চোখে কালি পড়েনি কোন,
হাসলেও গালে টোল পড়ে এখনও।।
কি জাদু জানো তা বিধাতা জানেন
কবিতায় পড়া সেই বনলতা সেন
হায় জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি।
পরিপাটি বেশবাস তেমনি আছে,
ঘটনার কোন রেশ নেইতো কাছে।।
এভাবে সবাই কি থাকতে পারেন ?
কবিতায় পড়া সেই বনলতা সেন।
জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি
সবকিছু ভুলে যেন করিলেম দেন
তুমিও তো বেশ আছ,ভালোই আছ,
কবিতায় পড়া সেই বনলতা সেন
হায় জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি।
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

Jibonanondo hoye songsare lyrics :

Jibonananda hoye sangsare aajo ami
Sob kichu vule jeno korilem den.
Tumio toh besh acho valoi acho
kobitay pora sei bonolata sen.
Hay Jibonananda hoye sangsare aajo ami
sob kichu vule jeno korilem den.
Tumio toh besh acho valoi acho
kobitay pora sei bonolata sen.
Hay Jibonananda hoye sangsare aajo ami

Tana tana chokhe kali poreni kono
Hashleo gale tol pore akhono.
Tana tana chokhe kali poreni kono
Hashleo gale tol pore akhono.
Ki jadu jano ta bidhata janen
Kobitay pora sei bonolata sen.
Hay Jibonananda hoye sangsare aajo ami

Poripati beshbash temoni ache
Ghotonar kono resh neito kache.
Poripati beshbash temoni ache

Ghotonar kono resh neito kache.
ebhabe sobai ki thakte paren
kobitay pora sei bonolata sen.
Hay Jibonananda hoye sangsare aajo ami
sob kichu vule jeno korilem den.
Tumio toh besh acho valoi acho
kobitay pora sei bonolata sen.
Hay Jibonananda hoye sangsare aajo ami

শওকত ওসমানঃ

ওসমান শওকত

শওকত ওসমান একাধারে নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, রাজনৈতিক লেখা ও শিশু-কিশোর সাহিত্য রচনা করেছেন। তিনি মুক্তচিন্তার বুদ্ধিজীবী হিসাবে সমধিক পরিচিত ছিলেন। ১৯১৭ খ্রিষ্টাব্দের ২ জানুয়ারি পশ্চিম বঙ্গের হুগলী জেলার সবল সিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতা শেখ মোহাম্মদ এহিয়া, মাতা গুলজান বেগম । 

চাকরি জীবনের প্রথমদিকে কিছুকাল তিনি ‘কৃষক’ পত্রিকায় সাংবাদিকতাও করেন। প্রয়াত হুমায়ুন আজাদ শওকত ওসমানকে বলতেন ‘অগ্রবর্তী আধুনিক মানুষ’। ১৯৪৭ খ্রিষ্টাব্দে দেশ বিভাগের পর তিনি চলে আসেন পূর্ববঙ্গে।

তিনি ১৪ মে ১৯৯৮ সালে মারা যান । 

শেখ সাদী খানঃ

শেখ সাদী খানশেখ সাদী খান  একজন স্বনামধন্য বাংলাদেশী সঙ্গীত পরিচালক ও সুরকার। তাকে বাংলাদেশের সঙ্গীতের জাদুকর বলে অভিহিত করা হয়।শেখ সাদী খান ১৯৫০ সালের ৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামের এক সঙ্গীত সমৃদ্ধশালী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা উপমহাদেশের বিখ্যাত সুর সাধক ওস্তাদ আয়েত আলী খাঁ। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ তার চাচা।

১৯৬৫ সালে রেডিও পাকিস্তানে বেহালা বাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৮ সালে বেহালা বাদক হিসেবে তৎকালীন পাকিস্তান টেলিভিশনে যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুক্ত হন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সঙ্গে। শেখ সাদী খান সত্তরের দশকে সঙ্গীত পরিচালক খন্দকার নুরুল আলমের সহকারী হিসেবে চলচ্চিত্রে পদার্পণ করেন। ১৯৭৭ সালে সঙ্গীত পরিচালক হিসেবে সারাদেশে খ্যাতি লাভ করেন।

 

নিয়াজ ‘মোহাম্মদ চৌধুরীঃ

নিয়াজ মোহাম্মদ ‘চৌধুরী

নিয়াজ মোহাম্মদ ‘চৌধুরী  একজন বাংলাদেশি আধুনিক ও ধ্রুপদী সঙ্গীতশিল্পী।নিয়াজ ১৯৫২ সালের ২৫ অক্টোবর  নরসিংদী জেলার শিবপুর উপজেলার খৈনকুট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালে নবকুমার ইন্সটিটিউশন থেকে মাধ্যমিক ও ১৯৬৯ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মা্যিমিক সম্পন্ন করেন। নিয়াজ ১৯৮৫ সালে এহতেশাম সঞ্চালিত ‘আমার যত গান’ নামে একটি সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনে প্রথম গান পরিবেশন করেন। ১৯৭৯ সালে তিনি বাংলাদেশি শিল্পী হিসেবে মালয়েশিয়া ও সিংগাপুরে গান পরিবেশন করেন।

 

 

আরও দেখুনঃ

Exit mobile version